ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - উপকূলীয় নদ নদীতে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবে জেলেরা ◾২২দিনের অবরোধ শেষ

উপকূলীয় নদ নদীতে আজ মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামবে জেলেরা ◾২২দিনের অবরোধ শেষ

বিশেষ প্রতিনিধি ▶️

উপকূলীয় নদ-নদীতে ইলিশ প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধে টানা ২২দিনে অবরোধ শেষ হচ্ছে আজ রবিবার রাত ১২টার পর থেকে। দেশের দক্ষিণ উপকূলীয় এলাকায় আজ মধ্যরাতে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হবে । ফলে জেলেরা টানা ২২দিনের বেকারত্ব মোচনে আজ রাত ১২টার পর থেকে নদ-নদীতে ইলিশ শিকারে নামতে পারছেন। জেলেরা আজ রাতে নদী নামার প্রস্তুতিতে জেলে পল্লীগুলো উৎসব মুখর পরিবেশে বিরাজ করছে জেলে পল্লীগুলোতে।

ইলিশের প্রধান প্রজনন মৌসম ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। নির্ধারিত সময়ে সরকার জেলেদের পুনর্বাসনে জন্য ২০ কেজি করে চাল বিতরণ করে।

মৎস্য বিভাগ জানায়, এবছর ৩০ সেপ্টেম্বর মধ্যরাত থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাধারনত ইলিশের প্রধান প্রজনন সময়কাল হিসেবে ধরা হয়েছে। পূর্ণিমার আগের ৪ দিন থেকে ও আমাবস্যার পরে ৩ দিন পর পর্যন্ত প্রজনন সময়। ভরা মৌসুমে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা ইলিশ সাগরের লোনা পানি থেকে নদীর মিঠা পানিতে এসে ডিম ছাড়ে। তাই ইলিশ উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের জন্য উপকুলীয় সকল জেলার নদ-নদীতে ইলিশ শিকার নিষিদ্ধ করে।

বরগুনার বামনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাজিউল ইসলাম জানান, ইলিশ অন্যান্য সময় ডিম ছাড়লেও এ সময়টাতে বেশি ডিম ছাড়ে। এক কেজি ওজনের একটি ইলিশ ২০ থেকে ২২ লাখ ডিম ছাড়ে। মৎস্য বিভাগের নিয়মিত অভিযান ও প্রচার প্রচারনার কারণে এবছর জেলেরাও অনেক সচেতন ছিলেন। কিছু অসাধু জেলেদের মৎস্য বিভাগ কঠোরভাবে দমন করেছে। অবরোধকালীন সময়ে অসাধু জেলেদের আটক করে জেল জরিমানা ও মাছধরা জাল বিনস্ট করে মৎস্য বিভাগের মোবাইল টীম। অবরোধকালীন সময়ে নদীতে নিয়মিত টহল জোরদার থাকায় নদ নদীতে জেলেরা নামতে সাহস করেনি। সেই সাথে বেকার জেলেদের পুনর্বাসন সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরের খেজুরবাড়িয়া জেলে পল্লীর জেলে আব্দুল জলিল বলেন, টানা ২২দিন নদীতে মাছ ধরতে নামিনি। পুনর্বাসনে চাল পেয়েছি ২০ কেজি। সংসার চালাতে ভিষণ কষ্ট হয়েছে। ধার দেনা করেছি। আজ রাতে নদীতে অবরোধ উঠে যাওয়ার পর মাছ শিকারে যাব। তাই আমার মত সকল বেকার জেলেদের মনে আনন্দ বইছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...