ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠিত 🌳

মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের ‘সবুজ উপকূল’ কর্মসূচি অনুষ্ঠিত 🌳

মঠবাড়িয়া প্রতিনিধি ▶️

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল শিক্ষার্থীদের সবুজ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষে ‘সবুজ উপকূল কর্মসূচি অনুষ্ঠিত হয়। সোমবার সকালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপকূলের স্কুল পড়–য়াদের মাঝে পরিবেশ সচেতনতা বাড়ানো, সৃজনশীল মেধার বিকাশ, লেখালেখি চর্চার মাধ্যমে তথ্যে প্রবেশাধিকারসহ জীবন দক্ষতা বাড়ানোর লক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন প্রধান অতিথি ছিলেন

বিদ্যালয় অঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে স্থানীয় হাজীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিবেশ বিষয়ক রচনা লিখন, পত্র লিখন, ছবি আঁকা,সংবাদ লিখন প্রতিযোগিতা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদেও লেখা ও আঁকায় দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়।
শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মো. আবদুল মন্নান ফরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সাপলেজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিরাজ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র দে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্বরূপকাঠি শাখার কর্মকর্তা মো. মারুফ হোসেন, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিকদার, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ রাশেদ মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, স্থানীয় সমন্বয়কারী ও সাংবাদিক প্রতিনিধি মিজানুর রহমান মিজু, ইউনিয়ন আ.লীগ নেতা মো. জালাল আহমেদ, সাংবাদিক মো. ইসমাইল হোসেন প্রমূখ।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...