ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ থেকে ২২দিন ইলিশ শিকার ও বাজারজাত বন্ধ

আজ থেকে ২২দিন ইলিশ শিকার ও বাজারজাত বন্ধ

বিশেষ প্রতিনিধি >
আজ ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, মজুদ, রাজারজাত, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণের জন্য মাছ ধরা ও বিক্রিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৎস্য বিভাগ জানিয়েছে, পূর্ণিমার তিন দিন আগে আজ রাত ১২টা এবং অমাবস্যার চার দিন পর ২২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন সময়। তাই এসময় ইলিশ সংরক্ষণে ভোলার মদনপুর ও চর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং ভোলার ভাদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত মা-ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় উপকূলীয় নদ-নদীতে জাল ফেলা নিষেধ। এ ছাড়া এ সময়ে জেলে মৎস্য ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জেলেরা বলছেন, ইলিশের পেটে ডিম এখনো পরিপক্ব হয়নি। ডিম ছাড়ার সময় আরও পরে।
বামনা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাজিউল ইসলাম বলেন, ইলিশের পেটে ডিম এসেছে। কিছু মা-মাছ ইতিমধ্যে ডিম ছেড়েছে। আর জেলেরা যে ইলিশের কথা বলছে সেটা পুরুষ ইলিশ।সইলিশ ধরা নিষিদ্ধ হওয়ায় এ সময়ে সরকারিভাবে জেলেদের চাল দেওয়া হবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...