ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৪০তম পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৪০তম পাঠচক্র অনুষ্ঠিত

শিক্ষাঙ্গন প্রতিনিধি ↪️
পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগারে নিয়মিত সাপ্তাহিক পাঠচক্রের ৪০ তম আসর অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার বিকালে পাঠাগারের সভাকক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়। বিশেষ এই পাঠচক্রের বিষয় ছিলো “বর্ণিল ও বর্ণাঢ্য ৭১”।
উক্ত আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা।

আলোচনার শুরুতে প্রধান আলোচক তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
পরে উপস্থিত বক্তারা প্রত্যেক নির্ধারিত বিষয়ের উপর তাদের অভিমত ব্যক্ত করেন। এসময় তারা প্রধানমন্ত্রীর বর্ণিল ও বর্ণাঢ্য জীবন তুলে ধরেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। শেষে শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘয়ু কামনা করা হয়।

আজকের আসর সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, কবি মেহেদী হাসান (সাদা কাঁক)।

আয়োজকেরা প্রতি শুক্রবারের সাপ্তাহিক এ আয়োজনে শিক্ষা ও সাহিত্যানুরাগী সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...