ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা

মঠবাড়িয়ার হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা

শিক্ষাঙ্গন প্রতিনিধি↪️
পিরোজপুরের মঠবাড়িয়ার নারী শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে স্কুল অঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়বক প্রদক্ষিণ করে।
শেষে বিদ্যালয় মিলনায়তনে ম্যানেজিং কমিটির সভাপতি আ.লীগ নেতা মো. আরিফ-উল- হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূর হোসাইন মোল্লা, মো. আব্দুল লতিফ সিকদার, কবি মুহাম্মদ আব্দুল খালেক, অধ্যক্ষ মো. আলমগীর হোসেন, প্রধান শিক্ষক মো. আব্দুর রাশেদ, আ.লীগ নেতা মো. হারুন অর রশীদ, সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, মো. জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা মো. আক্তারুজ্জামান নিজাম ও মশিউর রহমান মোর্তযা প্রমূখ।

সভায় বক্তারা মঠবাড়িয়ার নারী শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ করায় মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার দেশ ও মানুষের অগ্রগতিতে বিশ্ব দরবারে মাথা উঁচু করেছে। সভায় শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়।
উল্লেখ্য মঠবাড়িয়ার প্রয়াত খান সাহেব হাতেম আলী জমাদ্দার ১৯৬৮ সালে মঠবাড়িয়া শহরের প্রাণকেন্দ্রে এলাকার নারী শিক্ষা বিস্তারে হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ শিক্ষা প্রতিষ্ঠানে ৮ মতাধিক ছাত্রী নিয়মিত লেখাপড়া করে আসছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...