ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় স্বর্ণ শিল্পীদের হয়রাণির প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়ায় স্বর্ণ শিল্পীদের হয়রাণির প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার আপন জুয়েলার্সের মালিক সুধাংশু কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকার কর্তৃক স্বর্ণ শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রাণি প্রতিবাদে স্থানীয় স্বণ শিল্পী সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় রাজনীতিক, সমাজ সেবক, ব্যাবসায়ি ও স্বর্ণ শিল্পীরা অংশ নেন।

মানববন্ধন শেষে মঠবাড়িয়া স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি রতন কর্মকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পৌর আওয়ামীরীগের সভাপতি পরিতোষ বেপারী, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্না, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ মজুমদার,স্বর্ণ শিল্পী মন্টু কর্মকার, স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক তপন কর্মকার, হিন্দু ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি গোপাল রায় ও স্বর্ণ শিল্পী দেবাশীষ কর্মকার প্রমূখ।

সভায় বক্তারা মঠবাড়িয়ার আপন জুয়েলার্সের মালিক সুধাংশু কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকারের বিচার দাবি করে অভিযোগ করেন, স্থানীয় স্বর্ণ শিল্পীদের নানাভাবে হয়রাণি করতে মিথ্যা মামলাসহ নানা হুমকী দিয়ে আসছে।

শেষে স্বর্ণ শিল্পী সমিতির নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের মাধ্যমে পিরোজপুর জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...