ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পুলিশ সক্ষমতা অর্জন করেছে- পিরোজপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পুলিশ সক্ষমতা অর্জন করেছে- পিরোজপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি>>
বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম (বিপিএম) বলেন, বর্তমানে জঙ্গিবাদের থাবায় সারা বিশ^ আক্রান্ত বাংলাদেশও এর বাইরে নয়। জঙ্গিবাদের থাবা আমরা বিগত কয়েক বছর ধরে এ দেশেও দেখে আসছি। কিন্ত সুখবর হলো বিগত এক বছরে হলি আর্টিজনে জঙ্গি হামলা ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা এ দুটো বড় ধরনের ঘটনা ব্যাতীত এর পরে সন্ত্রাসী জঙ্গিরা কোন বড় ঘটনা ঘটাতে পারেনি। কারন বাংলাদেশ পুলিশ সে সক্ষমতা অর্জন করেছে তারা আগে থেকেই ঘটনাকে চিহ্নিত করতে পারে। তাই জঙ্গিরা সফল হতে পারছে না।

তিনি আজ সোমবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, পিরোজপুরে পুলিশ অভিযোগ বক্স খোলা হয়েছে আপনাদের যে কোন ধরনের অভিযোগ থাকলে পুলিশ বক্সে তা দিবেন। মাদক সংক্রান্ত জঙ্গি সংক্রান্ত যে কোন বিষয়ে তথ্য আপনারা পুলিশ অভিযোগ বক্সে দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

সুধী সমাবেশে জেলা পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ শাহ আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার, জেলা রেজিষ্ট্রার অফিসার মো: হুমায়ুন কবির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মাহামুদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মইনুল ইসলাম।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...