ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৩৭ তম সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৩৭ তম সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত

সাংস্কৃতিক প্রতিবেদক >>

পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই-বাংলা পাঠাগারে ৩৭ তম সাহিত্য আসর সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার সন্ধ্যায় পাঠাগারের সভাকক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।
এই পর্বের নির্ধারিত বিষয় ছিলো “সাহিত্যে শরৎ কাল”।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. রুস্তম আলী ফরাজী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আব্দুল্লাহ আল মামুন ।

আলোচনায় অংষ নেন, কবি মোহাম্মাদ মাসুম বিল্লাহ, ডা. রুস্তম আলী ফরাজী কলেজের ছাত্র মো. রুবেল মিয়া, কে এম লতীফ ইনস্টিটিউশনের নবম শ্রেণীর মেধাবী ছাত্র ইয়াসিন আরাফাত ইমন, সরকারি তিতুমীর কলেজের ছাত্র, প্রিন্স মাহমুদ, মোঃ ওয়ালি উল্লাহ, অমৃত লাল দে কলেজের ছাত্র, অনুপ হালদার অনুপ, মেহেদী হাসান রাজু, মঠবাড়িয়া সরকারি কলেজের ছাত্র, মেহেদী হাসান, মো. আরাফাত রহমান ওপি, আহম্মেদ ফিরোজ, সুমন হাওলাদার উজ্জল, সঞ্জিব চন্দ্র, ঢাকা কমার্স কলেজের ছাত্র মোহাম্মদ ইমরান সহ আরও অনেকে।

এই আসরের সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন, কবি মেহেদী হাসান(সাদা কাঁক)

শুরুতেই বক্তারা পূর্ব নির্ধারিত বিষয়ের উপর তাদের বক্তব্য প্রদান করেন। শরতের রূপ, বৈচিত্র, রঙ, রস, সাহিত্যে শরৎ কালের ভূমিকা ফুটে ওঠো তাদের আলোচনায়। আলোচনা শেষে প্রধান আলোচক তার মূল্যবান বক্তব্য প্রদান করেন। এরপর শুরু হয় কবিতা পাঠের আসর। এতে পাঠাগারের আবৃত্তি শিল্পীরা কবিতা পাঠ করেন। সবশেষে, বই পড়া, বই উপহার দেয়ার আহ্বানে ৩৭ তম এই আসরের সমাপ্তি ঘটে।

প্রতি শুক্রবারের ধারাবাহিক এই সাহিত্য আয়োজনে অংশগ্রহণ করতে শিল্প ও সাহিত্যানুরাগী সকলকে পাঠাগার আন্দোলনের পক।ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...