ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে পিরোজপুরে বিএনপির মানববন্ধন

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ ও নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে পিরোজপুরে বিএনপির মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি >>
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ ও নারী-শিশুসহ নির্বিচারে গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা বিএনপির আয়োজনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল, সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আকন, সহ-সভাপতি আব্দুস ছালাম বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন হাওলাদার, শিল্প বিষয়ক সম্পাদক নাদের খান রাজু, স্বনির্ভর বিষয়ক কামরুজ্জামান চাঁন, যুবদল নেতা শরীফ মনি, জেলা ছাত্রদল নেতা হাসান আল মামুন, তানজীদ হাসান শাওন সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন করে গণহত্যা করছে, যা বিশ্ব বিবেককে স্তম্ভিত করে দেওয়ার মতো ঘটনা। তাই জীবন বাঁচাতে প্রতিদিন বাংলাদেশ সীমান্তে আসছে নারী-শিশু নির্বিশেষে ঘরহারা লক্ষ লক্ষ মানুষ। সাগরে কচুরিপানার মতো ভেসে আসছে মানুষের লাশ। নিপীড়নের শিকার মানুষগুলোকে তাদের নিজেদের দেশে নিরাপদে বাস করার অধিকার ফিরিয়ে দিতে জোরালো ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের সরকারকে এই গণহত্যা বন্ধ করতে বাধ্য করতে হবে। প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে এই গণহত্যার খবর পৌঁছে দিয়ে জনমত তৈরি করতে হবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...