ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনায় পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগে বিষখালীর তীরে বৃক্ষরোপন

বামনায় পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগে বিষখালীর তীরে বৃক্ষরোপন

মনোতোষ হাওলাদার,বামনা(বরগুনা) প্রতিনিধি >>

“গাছ আমাদের বন্ধু তাই, বেশী করে গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরগুনার বামনায় সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিষখালী নদীর তীরে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলকার সকালে বামনার লঞ্চঘাট এলকার শহর রক্ষা ব্লকের পাশ জুড়ে এক হাজার শোভাবর্ধনকারী ঝাউ গাছ রোপন করা হয়।

এস.এস.সি ২০০৯ এর শিক্ষার্থী ও গাছ রোপণের একজন উদ্যোক্তা সৈয়দ এম.এম নাহিম আহসান রাহবার বলেন, বামনা উপজেলার বিষখালী নদীর তীরকে পর্যটন এলাকা গড়ে তোলার লক্ষে আগামী ৫ বছরের মধ্যে দুই লাখ ঝাউ গাছের চারা রোপন করার হবে। এই ঝাউ গাছ গুচ্ছমুলীয় বৃক্ষ তাই বিষখালীর ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষা করতে সক্ষম তাই আমাদের নিজেদের অর্থায়ানে এই ঝাউ গাছ রোপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ঝাউ গাছ রোপনের মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের সাথে তাৎক্ষনিক যোগ দেন, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, বাংলাদেশ সুপ্রমীক কোর্টের ডেপুর্টি এ্যাটর্নী জেনারেল এড. হারুণ-অর-রশিদ, বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান ছগীর, সারওয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ-ই আলম খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের সকলকে বৃক্ষরোপণের উৎসাহ বাড়িয়েছে। এভাবে যদি প্রতিটি মানুষ একটি একটি করে বৃক্ষ রোপণ করে তাহলে আমাদের বামনা সবুজ শ্যামলীমাময় বামনা হয়ে উঠবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...