ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ব্যাতিক্রমী ঈদ আনন্দ

কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের ব্যাতিক্রমী ঈদ আনন্দ

পিরোজপুর প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালীতে ছিন্নমূল শিশুদের নিয়ে এক ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা আঃ লতিফ খসরু। আজ রবিবার সকালে উপজেলার ২নম্বর আমরাজুড়ী ইউনিয়নের সন্ধ্যা নদীর তীরে আশ্রয়নে বসবাসরত প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ঐ আশ্রয়নে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের মিষ্টি ও দই দিয়ে আপ্যায়ন করা হয়। এসময় শিশুরা হৈ হুল্লোল করে নেচে গেয়ে উৎসবে মেতে ওঠে। এ সময় প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের অভিভাবকরা এই আনন্দ উৎসবে যোগদেন।

বাক প্রতিবন্ধী শারমিনের মা মঞ্জিলা বলেন “মোগো এই জাগায় খসরু ভাই আইয়া, মোগো মাইয়া-পোলারে খাওয়াইছে, হেইতেই মোরা খুশি। মোগে এইহানে এইরহমের কেউ আয়না। মা মঞ্জিলা বলেন, সমাজ সেবক আ. লতিফ খসরু প্রতি বছর বিভিন্ন দিবসেও আশ্রয়নের ছিন্নমুল শিশুদের ভালো খাবার, কাপড়-চোপড় সহ আরও কতকিছু দেয়, হেয়া কইয়া শ্যাষ করতে পারমু না। মোরা হগুলডি হের লইগ্যা দোয়া হরি”
উদ্যোক্তা আঃ লতিফ খসরু বলেন কোন কিছু চাওয়া বা পাওয়ার জন্য আমি এই কাজটি করিনি। মানুষ হিসাবে গভীর এক দায়বোধ থেকে ওদের সাথে ত্যাগের এই মহিমায় ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমার এই উদ্যোগ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...