ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বামনায় ভূমি অফিসের জন্য বরাদ্দকৃত জমি ব্যক্তি মালিকানায় ডিসিআর প্রদানের প্রতিবাদে মানববন্ধন

বামনায় ভূমি অফিসের জন্য বরাদ্দকৃত জমি ব্যক্তি মালিকানায় ডিসিআর প্রদানের প্রতিবাদে মানববন্ধন

বামনা(বরগুনা) প্রতিনিধি >>

বরগুনার বামনা উপজেলার খোলপটুয়া বাজারে ইউনিয়ন ভূমি অফিস ও খোলপটুয়া বাজার উন্নয়নে বরাদ্দকৃত জমি প্রভাবশালীদের নামে ডিসিআর বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
খোলপটুয়া বাজার সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে আজ শুক্রবার সকালে খোলপটুয়া-বামনা সড়কের প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় তি সহ¯্রাধিক জনতা অংশ নেন।

শেষে খোলপটুয়া বাজারের চৌরাস্তা মোড়ে সাবেক রামনা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বকত্ব্য দেন, খোলপটুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ মোল্লা, ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আবদুস সত্তার হাওলাদার, ব্যবসায়ি আবুল কালাম আকন, ইউপি সদস্য মো. রুহুল আমীন হাওলাদার, যুবলীগ সভাপতি নূরুল আলম হাওলাদার ও ব্যবসায়ি আলতাফ হোসেন চৌধুরী প্রমূখ।

সমাবেশে বক্তরা জনস্বার্থে সরকারী জমি ব্যাক্তি মালিকানায় ডিসিআর বন্দোবস্ত বাতিলেরর দাবি জানিয়ে অভিযোগ করেন, বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের খোলপটুয়া বাজার সংলগ্ন উপজেলা পরিষদের অর্থায়ানে ভড়াটকৃত খাল ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও বাজার উন্নয়নের জন্য সম্প্রতি বরাদ্দ দেয়।

২০১৪-২০১৫ অর্থবছরে উপজেলা পরিষদের হাট-বাজার উন্নয়নের তহবিল থেকে তিন লাখ টাকা বরাদ্দ নিয়ে স্থানীয় ইউনিয়ন ওই ওই জমিতে বালু ভরাট করে। ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ও বাজার উন্নয়নের জন্য এ বালু ভড়াট করা হয়। বাজার উন্নয়নের কার্যক্রমের অংশ হিসেবে ওই জমিতে একটি টলঘর, ৫টি পাবলিক টয়লেট ও একটি টিউবওয়েল সরকারী অর্থায়নের স্থাপন করা হয়।
এমন অবস্থায় ওই জমিতে খতিয়ান নম্বর ৪৩৭, দাগ ১১৫৪/১৫৭০ এর ২৩ শতাংশ জমি স্থানীয় কড়ইতলা গ্রামের আলতাফ হোসেনর তিন প্রবাসি ছেলে আলমগীর হোসেন খান, মানছুর খান ও বাচ্চু খানের নামে ২৩ শতাংশ জমি মোটা অংকের বিনিময়ে ডিসিআর বন্দোবস্ত দেওয়া হয়। ফলে ইউনিয়ন ভূমি অফিস ও বাজার উন্নয়নে বরাদ্দকৃত জমিতে প্রভাবশালীরা স্থাপনা গড়ে দখল করে নেয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...