ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া উপজেলা সদরে দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের দাবি নাগরিক কমিটির

মঠবাড়িয়া উপজেলা সদরে দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের দাবি নাগরিক কমিটির

মাননীয় প্রধানমন্ত্রী,
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।

বিষয় : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা সদরে দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের আবেদন।

মহাত্মন,
যথাযথ সম্মান জ্ঞাপন পূর্বক উপর্যুক্ত বিষয়ে আপনাকে বিনীতভাবে জানানো যাচ্ছে যে, পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা বাংলাদেশের বৃহত্তম উপজেলাগুলোর মধ্যে অন্যতম। এর আয়তন ৩২৫.৫১ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৪ লক্ষাধিক। মঠবাড়িয়া উপজেলা সদর একটি প্রথম শ্রেণির পৌরসভা। এখানে ১৯৮৪ সালে দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থাপিত হয়। বেগম খালেদা জিয়ার সরকার ১৯৯৩ সালের ১ এপ্রিল দেওয়ানী আদালত পিরোজপুর জেলা সদরে স্থানান্তর করেন। ফৌজদারী আদালতটি এখনও বিদ্যমান। পিরোজপুর জেলা সদরের সাথে মঠবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থা ভাল নয় এবং যাতায়াতে জনগণের ভোগান্তির সীমা নেই। এ উপজেলায় দেওয়ানী মামলার সংখ্যা প্রচুর। ন্যায় বিচার ও জনস্বার্থে দেওয়ানী আদালত মঠবাড়িয়া উপজেলা সদরে পুনঃ স্থাপনের জন্যে সবিনয়ে আবেদন করছি।
এমতাবস্থায়, মহাত্মন সমীপে বিনীত আবেদন ন্যায় বিচার ও জনস্বার্থে মঠবাড়িয়া উপজেলা সদরে দেওয়ানী আদালত সত্বর পুনঃস্থাপনে আপনার সদয় মর্জি হয়।

শ্রদ্ধা নিবেদানান্তে

(নূর হোসইন মোল্লা)

সদস্য সচিব
মঠবাড়িয়া উপজেলা নাগরিক কমিটি
মঠবাড়িয়া, পিরোজপুর।
মোবাইল : ০১৭৩০-৯৩৫৮৮৭

সদয় অবগতি ও কার্যার্থে অনুলিপিঃ

০১. মাননীয় মন্ত্রী, আইন, বিচার ওসংসদ বিষয়ক
মন্ত্রণালয়, গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার,
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

০২. জেলা প্রশাসক,
পিরোজপুর ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...