ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক মেরামত

মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক মেরামত

দেবদাস মজুমদার >>

অতিবৃষ্টি আর ভারী যানবাহনের চাপে পাকা সড়ক দেবে সড়ক বেহাল হয়ে পড়ে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। চরম দুর্ভোগে পড়েন অটো চালক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা। এছাড়া বেহাল সড়কে পথচারীদেরও দুর্ভোগ চরমে ওঠে। দেবে যাওয়া সড়ক মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় এ সড়কে চলাচলকারী অটো টেম্পো ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা মিলে স্বেচ্ছাশ্রমে বিপর্যস্ত সড়ক মেরামত করে।
পিরোজপুরের মঠবাড়িয়ার মাছুয়া-মঠবাড়িয়া ব্যস্ততম সড়কের বেহাল অংশ আজ রবিবার স্বেচ্ছাশ্রমে স্থানীয় অটো ও মোটরসাইকেল চালকরা মিলে মেরামত করে।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, এলজিইডির আওতাধীন মঠবাড়িয়া-মাছুয়া সড়ক দিয়ে প্রতিদিন শত শত স্টীমার ও লঞ্চযাত্রীরা যাতায়ত করে। সড়কটি বড়মাছুয়া ইউনিয়ন কানেকটিং সড়ক। চলতি বর্ষা মৌসুমে এ সড়কের মাছুয়া ইউনিয়ন বাজারের অদুরে তালুকদার বাড়ি নাম স্থানের সড়কের কিছু অংশ গত চারদিন আগে হঠাত দেবে যায়। সংস্কার না হওয়ায় ভারীবর্ষণে সড়কটির দেবে যাওয়া অংশে পরিধি আরও বাড়তে থাকে। এতে এ সড়কে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। সড়কের এ বেহাল অংশটুকু মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ না থাকায় এ সড়কে ভাড়ায় চালিত অটো ও মোটরসাইকেল চালকরা মিলে সামাজিক উদ্যোগে সড়কটির বেহাল অংশ টুকু মেরামত করে। স্বেচ্ছাশ্রমেই আজ রবিবার বেহাল সড়ক মেরামত করে এ সড়কে যানবাহন চলাচল স্থাপন করে।

উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের অটোচালক মো. ইসমাইল হাওলাদার জানান, সড়ক দেবে বেহাল হয়ে পড়ায় গত চারদিন ধরে গাড়ি চালাতে পারছি না। কয়দিন আর বেকার বসে থাকা যায়। সামনে কোরবানীর ঈদ তাই সকল ড্রাইভার মিলে নিজেরাই পরিশ্রম করে সড়ক মেরামত করছি।

স্থানীয় বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মঠবাড়িয়া-মাছুয়া সড়কের ট্রেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কাইয়ূম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বর্ষা মৌসুমে মঠবাড়িয়া-মাছুয়া সড়কের বেশ কিছু স্থানে সড়ক বেহাল হয়ে পড়েছে। এতে এ সড়কে যানবাহন চলাচল ব্যহত হচ্ছে। এলজিইডির এ সড়কটি দিয়ে বড়মাছুয়া স্টিমার ও লঞ্চঘাটে মানুষের নিত্য যাতায়াত। বেহাল সড়কটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কাজ করবে কেউ জানেনা। সামনে কোরবানীর ঈদ তাই টেম্পু ও মোটর চালকরা মিলে স্বেচ্ছাশ্রমে বেহাল সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন বলেন, সড়ক দেবে যাওয়ায় যানচলচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে । স্থানীয় জনসাধারন মিলে সাময়িক সংস্কার করার বিষয়টি আমি অবহিত হয়েছি। এ ব্যাপারে উপজেলা এলজিইডির প্রকৌশলীকে বিষয়টি অবহিত করে দ্রুত সড়কটির বেহাল অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...