ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ -খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ -খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক

সংবাদ বিজ্ঞপ্তি >>

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সাম্প্রদায়িক হানাহানি হয়না। ছিটেফোটা যে ঘটনাগুলো ঘটে তা মিমাংসাযোগ্য। তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এজন্য বর্তমান সরকার নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। এসডিজি বাস্তবায়িত হলে মানুষ সচেতন হবে। আর মানুষ সচেতন হলে হানাহানিও কমে যাবে।
সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) খুলনা জেলা কমিটি আয়োজিত ‘সংখ্যালঘুদের মানবাধিকার, আইনগত ভিত্তি এবং বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মো. গিয়াসউদ্দিন উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল ২৪ আগস্ট সকাল সাড়ে ১০টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সুনাম, খুলনা জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট অলোকানন্দা দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক ম. জাভেদ ইকবাল।

আলোচনায় বক্তারা বলেন, মানবাধিকার প্রতিটি মানুষের জন্য একই, যেটা তার জন্মগত ও অবিচ্ছেদ্য। মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। মানবাধিকার সর্বত্র এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এ অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইন ও বিচার বিভাগের অন্যতম দায়িত্ব হলো এসব অধিকার রক্ষনাবেক্ষণ করা। যদিও অধিকার বলতে প্রকৃতপক্ষে কি বোঝায় তা এখন পর্যন্ত একটি দর্শণগত বিতর্কের বিষয়। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, কোন ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক অধিকার, পরিবার, সম্প্রদায়, ধর্ম, পেশাগত গ্রুপের মানুষ হিসেবে মানব অস্তিত্বের ভিত্তিতে নিশ্চিতভাবে মানবাধিকার পাওয়ার যোগ্য। এ ধারনাটি সাম্প্রতিক হলেও বহুপূর্ব থেকেই প্রচলিত বিভিন্ন প্রথা এবং প্রধান ধর্মীয় অনুশাসনের মূলে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে।

সংখ্যালঘু ইস্যুতে ২০১৩ সালে গঠিত জাতিসংঘ ফোরাম প্রথম বারের মত ধর্মীয় সংখ্যালঘুর অধিকারের নিশ্চয়তায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। এই ফোরাম রাষ্ট্রকে ধর্মীয় সংখ্যালঘু সংগঠনসমূহের সাথে এবং বৃহত্তর সমাজের সাথে প্রতিকার বিষয়ে এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি বিশেষের সকল ধরনের মানবাধিকার সুরক্ষায় মুক্ত আলোচনার পরামর্শ রেখেছে। একই সাথে কমিটি রাষ্ট্রসমূহকে মুক্ত আলোচনার সুযোগ সৃষ্টিতে কমিটি গঠন করে ধর্মীয় সংখ্যালঘু সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা ও মত বিনিময়ের কৌশল নির্ধারন করে সহায়তা করার কথা পূর্ণব্যক্ত করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ২০১৩ সালের উপস্থাপিত প্রতিবেদনে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপসংহারে উল্লেখ করা হয়েছে যে, অর্থবহ পরামর্শ সভা এবং সক্রিয় অংশগ্রহণ তাদের মৌলিক সুরক্ষা এবং অধিকার আদায়ে অগ্রগামী করে। সমাজের সকল স্তরে ইতিবাচক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরামর্শ সভা সুফল বয়ে আনবে।

গোলটেবিল অলোচনায় ধারণাপত্র উপস্থাপন করেন সুনাম কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পপী ব্যানার্জ্জী। সুনাম কমিটির সাধারন সম্পাদক মাহমুদ হাসান রনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সুনাম এর কার্যক্রম বাস্তবায়ণকারী সংস্থা শারি’র প্রকল্প সমন্বয়কারী রঞ্জন বকসী নুপু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খুলনা নগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাত, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, নারী নেত্রী বেগম রেহানা আক্তার, সুতপা বেদজ্ঞ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রসু আক্তার, মাসাস এর নির্বাহী প্রধান শামীমা সুলতানা শীলু, জনউদ্যোগের সমন্বয়কারী মহেন্দ্র নাথ সেন, বাপা খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট বাবুল হাওলাদার, ব্ল্যাস্ট খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট অশোক কুমার সাহা, সাংবাদিক কৌশিক দে বাপ্পী, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রিজিয়া পারভীন, আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ পাশা জয়, ছায়াবৃক্ষের নির্বাহী পরিচালক মাহবুব আলম বাদশা, সিডিপির বিভাগীয় সমন্বয়কারী ইকবাল হোসেন বিপ্লব, অপরাজেয় বাংলাদেশের মাহবুব আলম প্রিন্স, সুনাম জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক পঞ্চানন মন্ডল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুন্নাহার পলি, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম বাপ্পী, প্রভাষক সোহেল ইসহাক প্রমূখ।

বার্তা প্রেরক >
রঞ্জন বকসী নুপু
প্রকল্প সমন্বয়কারী
শারি
০১৭১২০৯৪৬৫৮

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...