ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - ভান্ডারিয়ার কঁচা নদীতে এক জেলে নিখোঁজ

ভান্ডারিয়ার কঁচা নদীতে এক জেলে নিখোঁজ

ভান্ডারিয়া প্রতিনিধি >>

পিরোজপুরের ভান্ডারিয়ার কঁচা নদীতে পড়ে গিয়ে শামীম হোসেন (৩০) নামে এক জেলে দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। বুধবার বিকালে কঁচা নদীতে ইলিশ মাছ ধরার সময় সে নৌকা থেকে ছিটকে পড়ে নদীতে পড়ে ¯্রােতে ভেসে যায়।

নিখোঁজ জেলে শামীম ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের মো. ছত্তার হাওলাদারের ছেলে।
ভান্ডারিয়া উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও খেতমজুর নেতা খান মো. রুস্তুম আলী জানান, প্রতিদিনের মত জেলে শামীম তার এক সঙ্গীয় কিশোর জেলে খায়রুল ইসলামকে নিয়ে নৌকা ও মাছধরা জাল নিয়ে রাতে কঁচা নদীতে ইলিশ মাছ শিকার করছিল। এসময় জেলে শামীম নৌকা থেকে ছিটকে পড়ে গিয়ে ¯্রােতে ভেসে যায়। পরে তার সঙ্গীয় জেলে কিশোর খায়রুল অনেক ডাক চিতকার দিয়ে কাউকে সাহায্যের জন্য না পেয়ে নিখোঁজ জেলে শামীমের বাড়িতে এসে দুর্ঘটনার বিষয়টি জানায়। নিখোঁজ জেলের নৌকাটি উদ্ধার করা গেলেও তার খোঁজ মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ জেলের ভাই মো. দেলোয়ার হোসেন ভাই নিখোঁজের বিষয়ে ভান্ডারিয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, কঁচা নদীতে পড়ে নিখোঁজ জেলের সন্ধানে থানা পুলিশ, নৌ পুলিশ, এবং কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। তবে ওই জেলের এখনও খোঁজ মেলেনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...