ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নবম ওয়েজবোর্ড গঠন ও ৫৭ ধারা বাতিলের দাবিতে বিএফইউজের কর্মসূচি ঘোষণা

নবম ওয়েজবোর্ড গঠন ও ৫৭ ধারা বাতিলের দাবিতে বিএফইউজের কর্মসূচি ঘোষণা

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >

নবম ওয়েজবোর্ড গঠন ও ৫৭ ধারা বাতিলের দাবিতে মহাসমাবেশ, মানববন্ধন, ও অনশন করাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল এসব কর্মসূচি সফল করার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক লিখিত বক্তব্যে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় সাংবাদিক-কর্মচারীদের মহাসমাবেশ, ২০ সেপ্টেম্বর সাংবাদিকদের দিনব্যাপী অনশন, ২৪ সেপ্টেম্বর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় প্রতিদিন বিভিন্ন সাংবাদিকদের সমাবেশ ও অবস্থান, ৯ সেপ্টম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী সাংবাদিকদের সমাবেশ ও মানববন্দন, ৩১আগস্ট পর্যন্ত গণমাধ্যম সম্পর্কিত সকল সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করার কর্মসূচি ঘোষণা করেন।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে সারা দেশের সাংবাদিকরা একযোগে এসব কমসূচি পালন করবে। তিনি বলেন, নবম ওয়েজবোর্ড গঠন করা নিয়ে মালিকপক্ষসহ একটি মহল নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।

ওমর ফারুক বলেন, ২০১২ সালের ১৮ জুন অষ্টম ওয়েজবোর্ড গঠন করা হয় এবং সুপারিশ গেজেট হয় ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর। সেই হিসেবে নতুন ওয়েজবোর্ড গঠনের মেয়াদ পাঁচ বছর অতিক্রম করেছে গত জুন মাসে।

তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন কাঠামো দ্বিগুণ করে কার্যকর করা হয় ২০১৫ সাল থেকে। বর্তমানে সাংবাদিকদের চেয়ে সরকারি কর্মচারীদের বেতন সব ক্ষেত্রেই দ্বিগুণ বেড়েছে। সাংবাদিকরা বর্তমানে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ও টানাপড়েনের জীবিকা নির্বাহ করছে। সরকারি কর্মকর্তাদের স্পেশাল গ্রেডে যেখানে ৮৬ হাজার টাকা সেখানে সাংবাদিকদের বেতন মাত্র ৩৫ হাজার ৮৭৫ টাকা মাত্র।
শিক্ষানবীশ সরকারি কর্মকর্তাদের বেতন যেখানে ২২ হাজার টাকা সেখানে সাংবাদিকদের বেতন মাত্র ১২ হাজার ৬০০ টাকা। শুধু অর্থের বিচারে নয় মর্যাদার দিক থেকেও সাংবাদিকরা ছয় ধাপ পিছিয়ে আছেন।

তিনি বলেন, ওয়েজ বোর্ড দিয়ে সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করা হয়ে থাকে। ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো ঠিক করতে নিউজ পেপারর্স সার্ভিসেস এক্ট নামের যে আইন করেছিলেন তা পুনর্বহাল করার জন্য বার বার দাবি করার পরেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।

ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াকে নবম ওয়েজ বোর্ড আনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, আমরা চেষ্টা অব্যাহত রাখছি। আশা করি ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়াকে নবম ওয়েজবোর্ড আনা যাবে।

সংবাদ সম্মেলনে বিএফইউজের কোষাধ্যক্ষ মধুসুদন মণ্ডল, যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পূলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ অন্যান্য নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

সূত্র >> কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...