ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঁঠালিয়ায় মাদক বিরোধী অভিযানকালে র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম : ইয়াবাসহ আটক দুই

কাঁঠালিয়ায় মাদক বিরোধী অভিযানকালে র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম : ইয়াবাসহ আটক দুই

ফারুক হোসেন খান, কাঁঠালিয়া(ঝালকাঠি) >>

ঝালকাঠির কাঠালিয়ায় মাদক বিরোধী অভিযান কালে মাদক ব্যবসায়ীর ধারালো অস্ত্রের কোপে ল্যান্স কর্পোরাল রফিকুল ইসলাম নামের এক র‌্যাব সদস্য গুরুতর জখম হয়েছে। পরে র‌্যাবের একটি দল দ্বিতীয়দফায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে ইয়াবাসহ আটক করে আজ রবিবার কাঁঠালিয়া থানায় হস্তান্তর করেছে।

শনিবার বিকেল সারে ৫ টার দিকে উপজেলার মহিষকান্দি গ্রামে ওই র‌্যাব সদস্য এ হামলার শিকার হন। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী মিলন হাওলাদার (৩২) পালিয়ে যেতে সক্ষম হলেও দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে র‌্যাব মিলনের সহযোগী তাসিব মিয়া (২৫) তার শ্বশুর প্রবাসী আঃ কুদ্দুস মিয়া (৫৫) কে আটক করেছে। এ সময় র‌্যাব ৭২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে।
র‌্যাবের ওপর হামলাকারী মিলন হাওলাদার উপজেলার মহিষকান্দি গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

র‌্যাব ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি আমজাদ হোসেনের নেতৃত্বে উপজেলার মহিষকান্দি গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্য রফিকুল ইসলাম মাদক কেনার কৌশল অবলম্বণ করে মাদক ব্যবসায়ী মিলন হাওলাদারের বাড়ীতে যায়। এ সময় র‌্যাব সদস্যরা তাকে হাতে নাতে আটকের চেষ্টা করে। এ সময় মিলন হাওলাদার অপর দুই সহযোগী মিলে ধারালো হাসুয়া দিয়ে ওই র‌্যাব সদস্যকে কুপিয়ে জখম করে। র‌্যাবের একটি বিশেষ টহলদল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত র‌্যাব সদস্যকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে র‌্যাব দ্বিতীয় দফায় মহিষকান্দি গ্রামে অভিযান চালায়। অভিযান কালে মিলন হাওলাদার পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী তাসিফ ও তার শ্বশুর কুদ্দুস মিয়াকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাসিব মিয়ার কাছ থেকে ৪০ পিস ও কুদ্দুস মিয়ার নিকট থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতদের র‌্যাব-৮ কার্যালয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে রোববার সকালে তাদের কাঠালিয়া থানায় হস্তান্তর করেন।

কাঠালিয়া অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় র‌্যাবের উপ-সহকারি পরিচালক আমজাদ হোসেন বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...