ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বন্যার্ত মানুষের জন্য ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের উদ্যোগ

বন্যার্ত মানুষের জন্য ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের উদ্যোগ

ভান্ডারিয়া প্রতিনিধি >.
উত্তর জনপদের বানভাসি বিপন্ন মানুষের জন্য ত্রান সংগ্রহ অভিযান শুরু করেছে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা। অাজ শুক্রবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাণ্ডারিয়া থানা সংসদ এক জরুরী সভার আয়োজ করে এ ত্রাণ কর্সূচি হাতে নেয়। সকলের মতামতের ভিত্তিতে রাফিন মাহমুদকে অাহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি অাহ্বায়ক কমিটি গঠন করা হয় । আজ শুক্রবার স্থানীয় ছাত্র ইউনিয়নের নেতা কর্মীরা মানুষের দ্বারে দ্বারে চাল,পুরানো কাপড় আর নগদ অর্থ সংগ্রহ অভিযান শুরু করেছে।

ছাত্র ইউনিয়ন ভান্ডারিয়া থানা সংসদরে সভাপতি শাহানা মুন্নি জানান, কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বন্যার্ত মানুষের জন্য এ মানবিক উদ্যোগ নিয়েছে ছাত্র ইউনিয়ন। পিরোজুর সদরেও আজ থেকে ছাত্র ইউনিয়নের একটি টিম চাল,ডাল,কাপড় সহগ্রহ শুরু করেছে বলে তিনি জানান। সংগৃহিত ত্রাণ বন্যার্ত মানুষের জন্য পাঠানো হবে।

ভাণ্ডারিয়া আজ ত্রান সংগ্রহ কাজে ছাত্র ই্‌উনিয়নের সদস্য মো. হাদি,রাফিন মাহমুদ,মো. লিখন অংশ নেন। তারা শহরে বিভিন্ন বাসায় গিয়ে, চাল, পুরান কাপড়,নগদ অর্থ সংড়্রহ করছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...