ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বেতাগীর ৪৮ নং বুড়ামজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

বেতাগীর ৪৮ নং বুড়ামজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>

বরগুনার বেতাগী উপজেলার ৪৮ নম্বর বুড়ামজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার দিনভর নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির জনক ’বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে বিদ্যালয় চত্বর হতে একটি শোক র‌্যালী বের হয়ে এলাকার গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা বিপ্লব কুমার হাওলাদারের সভাপতিতে বিদ্যালয় মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি বুড়ামজুমদার ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. আলতাফ হোসেন হাওলাদার, বিশেষ অতিথি কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত হোসেন, বলইবুনীযা মাধ্যমিক বিদ্রালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বলইবুনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র হাওলাদার, বুড়ামজুমদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা রানী হাওলাদার, শিক্ষক নেতা আব্দুল মজিদ গাজি, দিলীপ চন্দ্র রায় প্রমূখ।
সভা সঞ্চালনা করেন, প্রভাষক কিশোর হালাদার।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...