ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - পিরোজপুরে আওয়ামীলীগের দুই পক্ষের পৃথক কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

পিরোজপুরে আওয়ামীলীগের দুই পক্ষের পৃথক কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি >>

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপ পৃথক ভাবে কর্মসূচি পালন করেছে। আলাদা আলাদা ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালনে দুটি গ্রুপ গত সোমবার থেকেই শহরে মাইকিং করেছে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারের নেতৃত্বে জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল এবং তার সেজ ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেকের নেতৃতে আরেকটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালনের লক্ষে শহরে পৃথক পৃথক ভাবে মাইকিং করছে।
আজ ১৫ আগষ্ট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদারের নেতৃত্বে নেতৃত্বাধীন গ্রুপ ১৫ আগষ্ট সকালে শহরের পুরাতন পৌরসভা রোডের আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোক র‌্যালীতে অংশ গ্রহণ, কোরানখানী, দোয়া মাহফিল এবং দুপুর তবরাক বিতরণ কর্মসূচি পালন করেছে। আগামীদিন বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে বিকাল ৩ টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করেছে। এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক আইনজীবী শ.ম. রেজাউল করীম, জেলা আওয়ামী লীগের উপদেস্টা এডভোকেট চন্ডি চরন পাল, সাধারণ সম্পাদক এডভোকেট হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য দিবেন বলে শহরে মাইকিং করা হচ্ছে।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল এমপির নেতৃত্বাধীন গ্রুপ শহরের সদর রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের নির্মানাধীন ভবনে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, শোকর‌্যালীতে অংশগ্রহণ, কোরানখানী, দোয়া মোনাজাত এবং দুপুরে তবারক বিতরণের আয়োজন করেছে।এছাড়া এমপি আউয়ালের সেজ ভাই ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মুজিবর রহমান খালেকের আহবানে আগামী ১৭ আগস্ট বিকেলে স্থানীয় টাউন ক্লাব মাঠে এ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়াল।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মদ জানান, জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগস্ট উপলক্ষে মঙ্গলবার শহরের পৌরসভা রোডে আওয়ামী লীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণসহ পরদিন বুধবার বিকেলে টাউন ক্লাব মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এর বাইরে অন্য কেহ কোন কর্মসূচি করছে কিনা তা আমাদের জানা নেই।
পাল্টা-পাল্টি কর্মসূচি গ্রহণের বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক বলেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারী হাকিম হাওলাদার মূল দল থেকে বের হয়ে আলাদা কর্মসূচি করছে। তিনি শোক দিবস পালনের জেলা কমিটির প্রস্তুতি সভা আহবানের জন্য দলের সভাপতির কোন অনুমতি নেন নি। তাকে ছাড়াই এবং নিজের পছন্দমত সদস্যদের নিয়ে সেক্রেটারী প্রস্তুতি সভা করে ইচ্ছেমত সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই সভায় আমিসহ আমাদের অনেককেই বলা হয়নি।
এদিকে, জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের আলাদা আলাদা কর্মসূচিকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার আশংকা দেখা দিয়েছে।
পিরোজপুর সদর ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, শান্তিপূর্ণভাবে শোক দিবস পালনের লক্ষে সকলকে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর চেকপোষ্ট বসানো হয়েছে। শহরের অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ একাধিক মোবাইল টিম টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার আশংকা নেই বলে তিনি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...