ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রধান কারণ গোয়েন্দা ব্যর্থতা

বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রধান কারণ গোয়েন্দা ব্যর্থতা

নূর হোসাইন মোল্লা >>

বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রধান করাণ ছিল গোয়েন্দাদের ব্যর্থতা। বঙ্গবন্ধুর সরকার উৎখাতের ষড়যন্ত্রের গুঞ্জন দীর্ঘদিন ধরে ঢাকা শহরে চলেছিল। ঢাকা বিগ্রেড কমান্ডার কর্ণেল সাফায়াত জামিল, মেজর খন্দকার আবদুর রশিদের নিকট থেকে বিষয়টি জেনেও ব্যবস্থা গ্রহণ করেননি এবং সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থাকে অবহিত করেননি। গোয়েন্দারা জানলেও তারা গুরুত্ব দেননি। ক্যান্টমেন্ট এবং বঙ্গবন্ধুর বাড়ির আশপাশে সামরিক ও বেসামরিক গোয়েন্দাদের নজর রাখার কথা। দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে গোয়েন্দা নজরদারী ছিল অতি জরুরী। ওই সময়ে ক্যান্টনমেন্ট বা বঙ্গবন্ধুর বাড়ি এবং বাড়ির আশপাশে গোয়েন্দারা কর্মরত ছিলেন না। বর্তমান বিমান বন্দর সংলগ্ন বালুরঘাট (ক্যান্টনমেন্ট থেকে প্রায় ৪০০ মিটার দুরবর্তী) থেকে বিদ্রোহী সৈন্যরা যখন ট্যাংক ও কামানসহ বঙ্গবন্ধুর বাড়ির দিকে অগ্রসর হতেছিল তখনও গোয়েন্দা সংস্থা জানলেও সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেননি। ব্যবস্থা গ্রহণ করলে হয়তো এ হত্যাকাণ্ড ঠেকানো সম্ভব হত। উল্লেখ্য, নৈশ প্যারেডের সময় বিগ্রেড কমান্ডারের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। বঙ্গবন্ধু আক্রান্ত হয়ে নিজেই ফোন করে তাঁর ওপর আক্রমনের সংবাদ সেনা প্রধান মেজর জেনারেল কে,এম, সফিউল্লাহ সহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে অবহিত করেন।
পরিতাপের বিষয়, রাষ্ট্রপতির সামরিক সচিব কর্ণেল জামিল উদ্দিন আহমেদ ছাড়া আর কেউ তাঁকে রক্ষা করতে এগিয়ে আসেননি। বিদ্রোহীরা তাঁকে গুলি করে হত্যা করে। যদিও ওই মুহুর্তে প্রতিরোধ করা হলে বঙ্গবন্ধুকে রক্ষা করা সম্ভব হত না। তবে খবর পাওয়ার পরপরই বিদ্রোহ দমনের প্রচেষ্টা করা উচিত ছিল। এছাড়া, বঙ্গবন্ধু তথা রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব ছিল সামরিক সচিব ও নিরাপত্তা গোয়েন্দা সংস্থার। ওই সময়ে রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বঙ্গবন্ধু বিভিন্ন উৎস থেকে ষড়যন্ত্রের বিষয়টি জেনেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি বা তিনি নির্দেশ দিলেও গোয়েন্দারা তা কার্যকর করেননি।

লেখকঃ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, ০১৭৩০৯৩৫৮৮৭।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...