ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ার মাদার্শী সেতু ধসে ৪২ লাখ টাকার ক্ষতি : ট্রাক মালিক ও চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

ভান্ডারিয়ার মাদার্শী সেতু ধসে ৪২ লাখ টাকার ক্ষতি : ট্রাক মালিক ও চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দেবদাস মজুমদার >>

পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী-মঠবাড়িয়া -পাথরঘাটা সড়কের ভান্ডারিয়া অংশের মাদার্শী বাজার সংলগ্ন খালের ওপর বেইলী সেতু ভেঙে খালে পড়ার ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের(সওজ) কার্য সহকারী মো. মনিরুজ্জামান শনিবার দিবাগত রাতে ভান্ডারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ সেতু দুর্ঘটনায় ৪২ লাখ টাকার সরকারী সম্পত্তির ক্ষতি সাধনের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট দুই ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক ও অভিযোগ তদন্তকারী কর্মকর্তা মো. বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক দুটির মধ্যে পিরোজপুর ট-১১-০২১১ নম্বরের ট্রাকটি অপসারণ করা সম্ভব হলেও পটুয়াখালী ট-১১-০০৬৫ নম্বরের ট্রাকটি এখনও অপসারণ সম্ভব হয়নি।
তিনি আরও জানান, শনিবার ভোর রাতের ওই দুর্ঘটনার সময় মো. অলি মিয়া(৪০) নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়ে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

উল্লেখ্য শনিবার রাত তিনটার দিকে মঠবাড়িয়া গামী দুটি পাথরবোঝাই ট্রাক (পটুয়াখালী ট-১১-০০৬৫ ও পিরোজপুর ট-১১-০২১১) ভান্ডারিয়ার মাদার্শী সেতু পাড় হওয়ার সময় প্রায় ২০০ ফুট দীর্ঘ বেইলী সেতুটি ভেঙে খালে পড়ে যায়। এতে শনিবার থেকে খুলনা-পিরোজপুর-মঠবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কে অন্তত ১১ রুটে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বরগুনা, পাথরঘাটার, মঠবাড়িয়া সঙ্গে পিরোজপুর, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনাসহ ১১টি রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাত্রী সাধারণ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। বর্তমানে সেতু সংলগ্ন খালে খেয়া নৌকায় যাত্রী সাধারণ পারাপার হচ্ছেন। এদিকে সেতু ভেঙে খালে পড়ে যাওয়া উপকূলীয় পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র হতে সারাদেশে মাছ সরবরাহে সংকট দেখা দিয়েছে।

এ বিষয়ে বরগুনার পাথরঘাটা মৎস্য ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী জানান, পাথরঘাটা-মঠবাড়িয়া-চরখালী সড়ক রুটে মৎস্য অবতরণ কেন্দ্র হতে সারাদেশে মাছ সরবরাহ হয়ে থাকে। সেতু ভেঙে যাওয়ায় পণ্য পরিবহনে চরম দুরাবস্থা বিরাজ করছে। তিনি আরও জানান, প্রায় ২০ কিলোমিটার সড়কের ঘুরে মৎস্য অবতরণ কেন্দ্র হতে বিকল্প পথে মাছ সরবরাহ হচ্ছে। এতে সময় ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন মাছ ব্যবসায়িরা।

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ট্রাক দুটি অপসারণের কাজ চলছে। তবে বিধ্বস্ত সেতুটি অপসারণে আরও দুই সপ্তাহ সময় লাগতে পারে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...