ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া,বামনা ও পাথরঘাটার সাংবাদিকদের তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

মঠবাড়িয়া,বামনা ও পাথরঘাটার সাংবাদিকদের তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া ও বরগুনার বামনা,পাথরঘাটার সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে অনুষ্ঠিত তিনদিনের বুনিয়াদি প্রশিক্ষণ আজ বুধবার সমাপ্ত হয়েছে।
মঠবাড়িয়া পৌরসভা সম্মেলন কক্ষে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ডা. প্রদীপ কুমার পান্ডে, টিভি চ্যানেল বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, মিজানুর রহমান মিজু,ফয়সাল প্রিন্স, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।

শেষে উপকূলীয় মঠবাড়িয়া, পাথরঘাটা ও বামনা উপজেলায় কর্মরত ৩৫জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...