ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ইন্দুরকানীতে জরাজ্বীর্ণ ভবনে চলছে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

ইন্দুরকানীতে জরাজ্বীর্ণ ভবনে চলছে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান

খালিদ আবু,পিরোজপুর প্রতিনিধি >>

ষাটের দশকে স্থাপিত পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের ভবনটি গত পাঁচ বছর ধরে জরাজ্বীর্ণ অবস্থায় থাকলেও সংস্কারের কোন উদ্যোগ নাই। আর এই প্রায় পরিত্যাক্ত ভবনেই শিক্ষার্থীরা জীবনের ঝুঁকিনিয়ে ক্লাস করছে । বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই ভবনের ছাদ থেকে পানি পড়ায় চলতি বর্ষা মৌসুমে শিক্ষকরা বিদ্যালয় ভবনে পলিথিন ও তাবু টানিয়ে ক্লাস নিচ্ছেন।
সরজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, ভবনটি একেবারে জরাজ্বীর্ণ। ভবনের পলেস্তারা খসে পড়ছে, ছাদ থেকে পানি পরে বিদ্যালয়ের বারান্দা ও ক্লাস রুম গুলো পানি কাদায় একাকার হয়ে গেছে। এর মধ্যেই পলিথিন টানিয়ে ক্লাশ করাচ্ছেন শিক্ষকরা। শিক্ষকদের বসার কক্ষটিও একেবারে ঝুকিপূর্ন। তাদের কক্ষটিতেই তাবু টানিয়ে অফিসের কাজ করতে হচ্ছে।
বিদ্যালয়ের ছাত্রী সুমি আক্তার জানান, বিদ্যালয়ের ভবন থেকে পানি পড়ায় আমাদের নিয়মিত ক্লাস করতে খুব কস্ট হচ্ছে।
অভিভাবকদের দাবী অতি দ্রুত নতুন বিদ্যালয় ভবন নির্মাণ অথবা সংস্কার করে শিক্ষার্থীদের ঝুঁকির হাত থেকে রক্ষা করা হোক।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অধির চন্দ্র সমদ্দার জানান, ভবন জরাজ্বীর্ণ থাকায় ৩ শতাধিক শিক্ষার্থীদের ঝুকির মধ্যে পলিথিন টানিয়ে ক্লাস করাতে হচ্ছে। সংশিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিক বার আবেদন করলেও ভবন নির্মাণের জন্য কোন বরাদ্ধ পাওয়া যায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর একেএম আবুল খায়ের জানান, বিদ্যালয়টির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা। বিষয়টি কর্তৃপক্ষের কাছে একাধিক বার জানানো হয়েছে। কিন্তু কোন সুরহা হচ্ছে না।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...