ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - ভান্ডারিয়ার হেতালিয়ার চরে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের পরিদর্শন

ভান্ডারিয়ার হেতালিয়ার চরে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের পরিদর্শন

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভান্ডারিয়ার চরখালী নদী মোহনার বিস্তৃর্ণ হেতালিয়া চর পর্যটন স্পাট হিসেবে গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আখতারুজ জামান খান কবির আজ শুক্রবার দুপুরে ভান্ডারিয়ার হেতালিয়ায় চর সরেজমিনে পরিদর্শন করেছেন। এসসয় পর্যটন কর্পারেশনের মহাব্যবস্থাপক খালিদ বিন মজিদ, ব্যবস্থাপক (পরিচালনা) মোস্তাদুদ দস্তগির, ব্যবস্থাপক (জনসংযোগ) জিয়াউল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে পর্যটন করপোরেশন চেয়ারম্যান ভান্ডারিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তার সূমী, উপজেলা ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা আ.লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার প্রমূখ।

উল্লেখ্য,পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা সদর থেকে মাত্র ৮ কি.মি. দূরবর্তী চরখালী ফেরীঘাট সংলগ্ন কঁচা নদী মোহনায় জেগে ওঠা প্রায় দেড় কিলোমিটার বিস্তৃর্ণ হেতালিয়া চর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে উপকূলে পর্যটন বিকাশের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে যাবে। এ চরের চারদিকেই রয়েছে বিশাল কঁচা নদী, যা দেশী বিদেশী পর্যটকদের আকৃষ্ট করবে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...