ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - তথ্যমন্ত্রীকে অনলাইন সাংবাদিক সোসাইটির অভিনন্দন

তথ্যমন্ত্রীকে অনলাইন সাংবাদিক সোসাইটির অভিনন্দন

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >

জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রণীত হওয়ায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ।

আজ বুধবার রাজধানীর হেয়ার রোডে তথ্যমন্ত্রীর বাসভবনে সোসাইটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ, সাধারণ সাম্পাদক মোঃ মাহমুদুন্নবী জ্যোতি ও অন্য নেতৃবৃন্দ তাকে ফুলা দিয়ে অভিনন্দন জানান।

এ সময় ৫৭ ধারার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এটি ডিজিটাল জগতের নিরাপত্তা বিধানে সর্বজনীন ধারা, সাংবাদিকতার বিরুদ্ধে কোনো ধারা নয়। ’

তিনি বলেন, ডিজিটাল গণমাধ্যম হিসেবে অনলাইন সংবাদ পোর্টালগুলোকে যেমন বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে, তেমনি সাংবাদিকতার নামে মিথ্যাচার, চরিত্রহনন, গুজব ও উস্কানি ছড়ানোর বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে হবে। আর সদ্যপ্রণীত অনলাইন নীতিমালা ডিজিটাল গণমাধ্যমকে সুরক্ষা দেবে।

এ সময় অনলাইন সাংবাদিক সোসাইটির সভাপতি মোঃ মাসুদ পারভেজ বলেন, ‘নিবন্ধিত সোসাইটি হিসেবে তারা অনলাইন গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছেন।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...