ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ার মিরুখালী কলেজ অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা : চাকুরি প্রার্থীর নিকট হতে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মঠবাড়িয়ার মিরুখালী কলেজ অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা : চাকুরি প্রার্থীর নিকট হতে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজ অধ্যক্ষ ও তার স্ত্রীর বিরুদ্ধে চাকুরী দেয়ার নামে তিনলাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছে। প্রতারিত চাকুরী প্রার্থী মঠবাড়িয়ার নাপিতখালী গ্রামের মাধব চন্দ্র দেউরীর ছেলে সমীর রঞ্জন দেউরী বাদি হয়ে আজ বুধবার মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

মামলায় উপজেলার মিরুখালী কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল ও তার স্ত্রী সাবিহা সুলতানাকে আসামী করা হয়েছে।
মঠবাড়িয়া সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারিক হাকিম মো. বেল্লাল হোসেন মামলাটি আমলে নিয়ে অভিযোগের বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমবায় কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। আগামী দুই মাসের মধ্যে তদন্ত করে তাকে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

আদালত সূত্রে জানাগেছে, মিরুখালী কলেজ অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা তার প্রতিষ্ঠানে শূণ্যপদে একজন শারীরিক শিক্ষক(বিপিএড) নিয়োগ এর নামে উপজেলার নাপিতখালী গ্রামের বেকার যুবক সমীর রঞ্জন দেউরীকে ২০১৩ নিয়োগ দেন। সরকারী নিয়োগ বিধি বিধান ছাড়াই কলেজ অধ্যক্ষ চাকুরী প্রার্থী সমীর রঞ্জনকে শারীরিক শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার নামে তার কাছ থেকে তিন লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। সমীর রঞ্জন সেই থেকে কলেজে শিক্ষক হিসেবে কাজ করে আসছিলেন। টানা দুই বছর বিনা বেতনে কাজের পরও সরকারী বিধি মোতাবেক তাকে অধ্যক্ষ নিয়োগ দিতে ব্যার্থ হলে ছয় মাসের মধ্যে টাকা তাকে ফেরত দেয়ার কথা বলেন। কিন্তু গত চার বছরেও চাকুরী প্রার্থীর নিক হতে গ্রহণকৃত তিন লাখ টাকা কলেজ অধ্যক্ষ ফেরত না দিয়ে টালবাহানা করে আসছেন।
ভূক্তভোগি চাকুরী প্রার্থী সমীর রঞ্জন দেউরী জানান, ২০১৫ সালে ওই তিন লাখ টাকা ফেরত পাওয়ার প্রতিকার চেয়ে তিনি আদালতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন। এরপর ততকালীন সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেনের নির্দেশে মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন। সংসদ সদস্যে টাকা ফেরতের আশ্বাস দিলে বাদী মামলাটি তুলে নেন। কিন্তু অদ্যবধি কলেজ অধ্যক্ষ সমুদয় টাকা তাকে ফেরত না দিয়ে টালবাহানা করে আসছে। তাই বাধ্য হয়ে তিনি দ্বিতীয়দফায় আদালতে মামলা দায়ের করে প্রতিকারের আবেদন জানান।

এ বিষয়ে অভিযুক্ত মিরুখালী কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা ওই চাকুরী প্রার্থীর কাছ থেকে টাকা নেয়ার কথা স্বীকার করে বলেন, কলেজ উন্নয়ন ফান্ডের জন্য ওই টাকা নেয়া হয়েছিল। নানা জটিলতায় ওই প্রার্থীকে কলেজে সরকারী বিধি মোতাবেক নিয়োগ দেয়া সম্ভব হয়নি।
চাকুরি না পলে তার দেয়া টাকা সে ফেরত পাবে কিনা এমন প্রশ্নের জবাবে কলেজ অধ্যক্ষ বলেন, ওই টাকা তো কলেজ উন্নয়নে ব্যয় হয়ে গেছে।

এ বিষয়ে কলেজ গভর্নিংবডির এডহক কমিটির সদস্য অভিজিত সরকার অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, চাকুরি না হলে নীতিগত কারনে চাকুরি প্রার্থী টাকা ফেরত পাবেন। বিষয়টি পরবর্তী এডহক কমিটির সভা অবহিত করবেন বলে তিনি জানান।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...