ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আজ চতুর্থ আলোকচিত্র উৎসব শুরু

আজ চতুর্থ আলোকচিত্র উৎসব শুরু

ঢাকা প্রতিনিধি >>

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আজ শনিবার শুরু হচ্ছে চতুর্থ জাতীয় আলোকচিত্র উৎসব। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৬ নম্বর গ্যালারিতে প্রদর্শনীটি চলবে ৩১ জুলাই পর্যন্ত। এতে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া আলোকচিত্রীসহ ফ্রিল্যান্স ও পেশাদার আলোকচিত্রীদের ধারণ করা ১১১টি আলোকচিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

উৎসব শুরু উপলক্ষে আজ সকাল ১০টায় টিএসসি থেকে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

৩১ জুলাই সমাপনী অনুষ্ঠানে আলোকচিত্রী নাসির আলী মামুনকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে আজীবন সম্মাননা দেওয়া হবে। প্রদর্শিত হবে তাঁর সংক্ষিপ্ত জীবনীসহ আটটি আলোকচিত্র।

ছবি > প্রতীকি

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...