ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট : বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে দাবি

মঠবাড়িয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট : বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি >

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা সরকারী কোষাগার থেকে প্রদানের এক দফা দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা আজ অর্ধদিবস কর্ম বিরতি পালন করেছে। আজ সোমবার কর্মকর্তা-কর্মচারীরা পৌরভবন সম্মূখ চত্বরে অবস্থান ধর্মঘট পালন করে বেতন-ভাতা সরকারী কোষাগার থেকে প্রদানসহ পেনশন চালুর দাবি জানান।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ অবস্থান ধর্মঘটে পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান সিকদার ও পৌর কাউন্সিলর মো. মতিউর রহমান মিলন সংহতি জানান।
শেষে সমাবেশে বক্তব্য দেন, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের মঠবাড়িয়া শাখার সভাপতি ও পৌরসচিব মো. হারুন অর রশীদ, হিসাব কর্মকর্তা মো. হাবিবুর রহমান, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, মাধারণ সম্পাদক মনিরুল হক মিল্টন, কর আদায়কারী মো মনিরুজ্জামান, লাইসেন্স পরিদর্শক সুব্রত কুমার সান্টু, টিকাদানকারী শিরিন আক্তার প্রমূখ।

সমাবেশে বক্তারা পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সুবিধা রাষ্ট্রিয় কোষাগার থেকে প্রদানের দাবি জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...