ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - কাউখালীতে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বিভাগের বৃক্ষ রোপন অভিযান

কাউখালীতে ৬৪টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বিভাগের বৃক্ষ রোপন অভিযান

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের কাউখালী প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে একযোগে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করে উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর আজ রবিবার দুপরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এসময় উপজেলা শিক্ষা অফিসার খোন্দকার জসীম আহম্মেদ, সহকারী শিক্ষা অফিসার মো, ইউসুফ আলী,এসকে জাবিদ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় উপস্থিত ছিলেন।
পরে সবাই মিলে গাছ লাগাই, নির্মল সুন্দর পরিবেশ বাঁচাই- এ প্রতিপাদ্য সামনে রেখে কাউখালী মডেল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুব্রত রায় বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন।
এসময় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর কবীর, সহ সভাপতি মো. মোস্তাফিজুর রহমানসহ শিক্ষক, স্টুডেন্ট কাউন্সিল ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার কাজী হারুনুর রশীদ সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুয়াকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়, হোগলা বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার ৬৪টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য আজ রবিবার প্রাখমিক শিক্ষা অধিদপ্তরের পরিবেশ উদ্যোগে সারাদেশ জুড়ে চার লাখ প্রাথমিক শিক্ষক-কর্মচারী একযোগে সাড়ে চার লক্ষ বৃক্ষরোপন করে। এটি একটি যুগান্তকারী পরিবেশ উদ্যোগ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...