ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগারে ৩০ম বিশেষ পাঠচক্র ও কবিতা সন্ধ্যা

মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগারে ৩০ম বিশেষ পাঠচক্র ও কবিতা সন্ধ্যা

মেহেদী হাসান >>

পিরোজপুরের মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগারের পাঠাগার আন্দোলন কর্মীদের উদ্যোগে সাপ্তাহিক পাঠচক্রের ৩০তম পর্ব উদযাপন উপলক্ষে আজ (২১ জুলাই ) শুক্রবার বিশেষ পাঠচক্র ও কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়।

নানান রঙের হাতের কারুকাজে সুসজ্জিত পাঠাগার সেমিনার কক্ষে বিকাল ৪টায় শুরু হয়ে এ বিশেষ পাঠচক্র সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিশেষ পাঠচক্রের বিষয় ছিল হুমায়ুন সাহিত্য।

পাঠচক্রে প্রধান আলোচক হিসেবে অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি মুক্তিযোদ্ধাকালীন সুন্দবন সেক্টর এর ইয়াং কমাণ্ডিং অফিসার বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু হুমায়ুন আহমেদের পারিবারিক জীবন এবং ব্যক্তিগত দর্শন তুলে ধরেন । এছাড়া সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক উদয় শংকর ভক্ত হুমায়ুন সাহিত্য বিশদভাবে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে আরও আলোচনা করেন, পাঠাগার আন্দোলনের কর্মী সোহাগ মিয়া ও আজিজুল হক তানভীর ফরাজী।

আলোচকরা পাঠচক্রের মাধ্যমে হুমায়ুন সাহিত্যের নানান দিক তুলে ধরেন।

মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারণ পাঠাগারের মধ্যমে উদীয়মান কবিদের কবিতা উপস্থাপনের মাধ্যম দিতেই শের-ই-বাংলা পাঠাগার এ কবিতা সন্ধ্যার আয়োজন করে। এই কবিতা সন্ধ্যার সঞ্চালনা এবং উপস্থাপনার দ্বায়িত্ব পালন করেন শের-ই-বাংলা সাধারণ পাঠাগারের সঞ্চালক, কবি এবং সাহিত্যিক মেহেদী হাসান (সাদা কাঁক)।

তিনি তারা স্বরচিত বেশ কয়েকটি কবিতা সহ বিশেষ বিশেষ কবিদের কবিতা আবৃতি করেন। পাঠাগারের আবৃতিকার আহমেদ ফিরোজ কবি কাজী নজরুল ইসলাম এর ‘বিদ্রোহী’ কবিতা দৃঢ়কন্ঠে সুন্দরভাবে উপস্থাপন করে সবাইকে মুগ্ধ করেন।

পাঠাগার কর্মী, সমাজসেবক এবং কবি মোহাম্মদ মাসুম বিল্লাহ তাঁর স্বরচিত জনপ্রিয় কবিতাগুলো আবৃতি করেন। রোমান্টিক কবি আহাদ আহসান তার স্বরচিত রোমান্টিক কবিতাগুলো সবাই উপভোগ করেন।

এছাড়াও কবিতা আবৃতি করেন পাঠাগারের নিয়মিত কর্মী রবিউল ইসলাম।

পাঠাগার আন্দোলন সংগঠনের অন্যতম মঠবাড়িয়া সাইক্লিস্টস গ্রুপের প্রধান সঞ্চালক প্রিন্স মাহমুদ বলেন “মঠবাড়িয়া শের-ই-বাংলা সাধারন পাঠাগারের নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন কবি ও সাহিত্যমনা তরুণদের সমাবেশ ঘটছে।

তারুণ্যের চিন্তা ভাবনা গুলো কবিতার মাধ্যমে রাঙিয়ে তুলছে তারা । তাদের এই সৃষ্টি সবার কাছে তুলে ধরতে এবং নতুনদের উদ্বুদ্ধ করার জন্যই নিয়মিত পাঠচক্রের আয়োজন। আমরা এ ধারা অব্যহত রাখতে শুভজন মানুষের সার্বিক সহযোগিতা কমনা করছি।

ছবি তুলেছেন > প্রিন্স মাহমুদ ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...