ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষককে অপদস্ত করার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ : পরীক্ষা স্থগিত

মঠবাড়িয়া কেএম লতিফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষককে অপদস্ত করার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ : পরীক্ষা স্থগিত

শিক্ষাঙ্গন প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার কেএম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক ও এক অভিভাবকের মধ্যে বাকবিতন্ডার জের ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এতে ওই বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে বিদ্যালয়ের ১ হাজার ৪’২৬জন শিক্ষার্থী আজ মঙ্গলবার পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ নিয়ে সাধারণ অভিভাবক ও সচেতন মহলে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, বিদ্যালয়ের অভিভাবক পিরোজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন কর্মকর্তা মোস্তফা ইকতিয়ার উদ্দিন গতকাল সোমবার দুপুর ২টায় অর্ধবার্ষিক পরীক্ষা শুরুর বিশ মিনিট আগে তার মেয়ে ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী অসুস্থ্ আফসাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। সিসি ক্যামেরার মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান দেখেতে পেয়ে শিক্ষার্থীর অভিভাবকের কাছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের বিষয়ে প্রশ্ন তোলেন । এ নিয়ে প্রধান শিক্ষক ও অভিভাবকের মধ্যে তর্ক বিতর্ক হয়। পরে প্রধান শিক্ষকের সাথে অভিভাবকের দুর্ব্যবহার করার অভিযোগ এনে সোমবার রাতে জরুরী সভা করে তাৎক্ষনিক নোটিশ ও ঘোষণা ছাড়াই মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করে স্কুল কর্তৃপক্ষ । ফলে আজ সকালে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে অভিভাবকের বিচার দাবি করে বিক্ষোভ প্রদর্শন করে। শেষে বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করে ।

তবে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অভিভাব মোস্তফা ইকতিয়ার উদ্দিন পাল্টা অভিযোগ করে সাংবাদিকদের বলেন, আমার মেয়ে অসুস্থ তাকে পরীক্ষা দিতে পরীক্ষা শুরুর ২০ মিনিট আগে স্কুলে প্রবেশ করি। প্রধান শিক্ষক বিষযটি দেখতে পেয়ে আমার সাথে অসৌজন্যমূলক ব্যবহার করে আমাকে নাজেহাল করেন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সংশ্লিষ্ট অভিভাবক পরীক্ষার সময় স্কুলে ঢুকলে তার কাছে বিষযটি জানতে চাইলে সে আমার সাথে অশালীন আচরণ করেছেন। পরে বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সর্বসম্মতিক্রমে পরীক্ষা স্থগিত করে ম্যানেজিং কমিটিকে অবহিত করা হয়। তিনি আরও বলেন পরিস্থিতির কারনে অভ্যন্তরীণ পরীক্ষা শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটি স্থগিত করাতে পারে।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, ওই অভিভাবক ও প্রধান শিক্ষকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল যা আজ মঙ্গলবার দুপুরে উভয়ের পক্ষের মধ্যে সমঝোতা হয়ে বিষয়টি মিটে গেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...