ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন : শিক্ষক সংকট নিরসন ও শিক্ষক বদলী বাতিলের দাবি

মঠবাড়িয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন : শিক্ষক সংকট নিরসন ও শিক্ষক বদলী বাতিলের দাবি

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া সরকারী কলেজের শিক্ষক সংকট নিরসন ও শিক্ষক বদলী বাতিলের দাবিতে ভূক্তভোগি শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। আজ শনিবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।মানববন্ধন শেষে মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোর্তযার সভাপতিত্বেতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ববক্তব্য দেন, কলেজ ছাত্রলীূগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম বাবু, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা রেহান বাবু, অলিউল্লাহ, শাহীন মিয়া, বেল্লাল হোসেন ও রিমা আক্তার প্রমুখ।

সমাবেশে বক্তরা মঠবাড়িয়া সরকারী কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবি জানিয়ে কলেজে বাংলা বিভাগ ও ইতিহাস বিভাগের শূণ্য পদে অবিলম্বে শিক্ষক নিয়োগসহ পদার্থবিদ্যায় কর্মরত শিক্ষক আবু সায়েম সিকদারের বদলীর আদেশ প্রত্যাহরের দাবি জানানো হয়

এ ব্যাপারে মঠবাড়িয়া সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা শিক্ষক সংকটের সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ কলেজে বাংলা বিভাগে ৩টি পদের সহকারী অধ্যাপকের একটি পদ ও প্রভাষকের দু’টি পদই শূন্য এবং ইসলামের ইতিহাসের একটি সহকারী অধ্যাপক ও একটি প্রভাষকের পদ দু’টি শূন্য রয়েছে। তিনি আরও জানান, দুই বিভাগের সংশ্লিষ্ট দেড় হাজার শিক্ষার্থীর শিক্ষক সংকটে নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছেনা।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...