ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন অভিযান

মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন অভিযান

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী স্কুল এন্ড কলেজকে সবুজ ক্যাম্পাস হিসেবে ঘোষণা করে বৃক্ষরোপন অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে কলেজ অধ্যক্ষ মো. আলমগীর হোসেন খান এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় কলেজ ক্যাম্পাসে নারিকেল,জলপাই,বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

পরে কলেজ ক্যাম্পাসকে সবুজ চত্বর ঘোষণা করে পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, মিরুখালী ইউপির সাবেক চেয়ারম্যান মো. কামরুল আহসান খোকন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন মৃধা, সাবেক ইউপি সদস্য মো. নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মো. শহীদুল ইসলাম, একেএম শাকিল আহম্মেদ, প্রভাষক মো. আবু জাফর, সাংবাদিক ও পরিবেশ কর্মী দেবদাস মজুমদার, মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামা শংকর রায় ও সাংবাদিক শাহাদাত হোসেন বাবু প্রমূখ।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও ঔষধি গাছের চারা রোপন করে শিক্ষাঙ্গনকে শোভন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে সবুজ পরিবেশ সুরক্ষায় সকল শিক্ষার্থীকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...