ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - চলতি মাসের মধ্যে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি বিএফইউজের

চলতি মাসের মধ্যে সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি বিএফইউজের

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ চলতি মাসের মধ্যে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জুলাই মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে সাংবাদিক সমাজ দেশব্যাপি কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএফইউজের সকল অংগ ইউনিয়নের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা সত্ত্বেও গণমাধ্যমকর্মীদের জন্য ৯ম ওয়েজ বোর্ড গঠন নিয়ে তথ্যমন্ত্রী এবং তথ্য সচিবের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের নিন্দা জানিয়ে বলেন, এ মাসের মধ্যে ৯ম ওয়েজ বোর্ড ঘোষণা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিবেন বলে উল্লেখ করেন।

নেতৃবৃন্দ আইসিটি আইনের ৫৭ ধারা নিয়ে জাতীয় সংসদে দেয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশের সাংবাদিক সমাজ যখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ৫৭ ধারার অপপ্রয়োগে বিপর্যস্ত, দেশে-বিদেশে এই আইনের অপপ্রয়োগের বিরুদ্ধে যখন প্রতিবাদের ঝড় ওঠেছে তখন এর পক্ষে তথ্যমন্ত্রীর সাফাই নির্লজ্জ গণমাধ্যম বিরোধী আচরণ।

বিবৃতিতে বলা হয়, শুধু এই বক্তব্য নয় গণমাধ্যমকর্মীদের ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রীর আচরণও অগ্রহণযোগ্য।

সূত্র >> কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...