ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় দুবাই প্রবাসির বিরুদ্ধে গ্রামবাসির ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : অর্থ ফেরতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মঠবাড়িয়ায় দুবাই প্রবাসির বিরুদ্ধে গ্রামবাসির ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ : অর্থ ফেরতের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুবাই প্রবাসী ও তার স্ত্রী মিলে গ্রামবাসিকে অধিক মুনফা আশ্বাস দিয়ে হায় হায় কোম্পানি নামে অর্থ উত্তোলন ও জমি বন্ধকী বাবদ এলাকার সহজ সরল নারী পুরুষের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রতারিত ভূক্তভোগিরা ওই অর্থ ফেরত চেয়ে ও জড়িত প্রতারক দম্পত্তির বিচার দাবিতে মানববন্ধ করেছে। শনিবার বিকেলে মঠবাড়িয়ার সাপলেজা-পাথরঘাটা সড়কে ভুক্তভোগি বিক্ষুদ্ধ এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাবেশ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাপলেজা গ্রামের দুবাই প্রবাসি মো. বেলায়েত হোসেন ও তার স্ত্রী মুক্তা বেগম এলাকার সহজ সরল গ্রামবাসীর কাছ থেকে অধিক মুনাফার লোভ দেখিয়ে ৩০ লাখ টাকা আত্মস্ত করে বলে অভিযোগ করা হয়।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, স্থানীয় ইউপি সদস্য মো. খলিলুর রহমান, সাপলেজা বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন মোল্লা, ভূক্তভোগি পারুল বেগম ও জাহানারা বেগম প্রমূখ।

ব্যবসায়ী ইকবাল হোসেন মোল্লা অভিযোগ করেন, জমি বন্ধক রাখা বাবদ স্ট্যাম্পে স্বাক্ষর করে ২০১৫ ও ২০১৬ সালে কয়েক দফায় প্রবাসী স্বামীর অনুরোধে তার কাছ থেকে স্ত্রী মুক্তা বেগম ১৬লাখ ৫০হাজার টাকা নেয়। মেয়াদ শেষে ওই টাকা চাইতে গেলে টাকা ফেরত না দিয়ে উল্টো আদালতে মিথ্যা মামলা দিয়ে তাকে এখন হয়রানি করছে ওই প্রবাসি দম্পতি।
চড়কগাছিয়া গ্রামের জাকির হোসেনের স্ত্রী জাহানারা বেগম অভিযোগ করেন, তার কাছ থেকেও অধিক মুনফা দেয়ার কথা বলে চার লাখ টাকা গ্রহণ করে। মুনাফা তো দুরের কথা জমাকৃত টাকা চাইতে গেলে মুক্তা বেগম বিভিন্ন লোক দিয়ে তাকে হুমকি দিচ্ছে।
সাপলেজা গ্রামের সৌদি প্রবাসী মো. মাহাবুবুর রহমান বাদল জানান, তার নিকট আত্মীয় রাজিয়া বেগমের কাছ থেকে মুক্তা বেগমের গ্রহণকৃত একলাখ টাকা নিয়ে ফেরত না দিয়ে টালবাহানা করে।
সাপলেজা গ্রামের মান্নান ভূঁইয়ার স্ত্রী অসুস্থ্য জাহানুর বেগম জানান, তার কাছ থেকে দুই বছর আগে স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ১লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করলেও ওই টাকা ফেরত না দেয়ায় তার চিকিৎসা চলছে না ।

শাহ্ আলম মোল্লার স্ত্রী পারুল অভিযোগ করেন, অধিক লাভের আশ্বাসে প্রবাসির স্ত্রীর কাছে তার কাছ থেকে নেয় দুই লাখ ২০হাজার টাকা জমা দেন। কিন্তু মুনাফা তো দুরে থাক আসল টাকাই এখন উদ্ধার করতে পারছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রবাসির স্ত্রী মুক্তা বেগমের বাবা স্থানীয় ব্যবসায়ী মো. ইউনুছ হাওলাদার বলেন, আমার মেয়ে যে সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা নিয়েছে তাতে আমার ভাবমুর্তি নষ্ট হয়েছে। যাদের কাছ থেকে আমার মেয়ে টাকা নিয়েছে তা আমি এক মাসের মধ্যে পরিশোধ করা হবে।

এব্যপারে মুক্তা বেগম মোবাইল ফোনে তার বিরুদ্ধে টাকা পাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবসায়ী ইকবাল হোসেন এর টাকা পরিশোধ করলেও তার কাছে রক্ষিত স্ট্যাম্প আমাকে ফেরত দেয়নি।

এ বিষয়ে সাপলেজা ইউপি চেয়ারম্যান মো. মিরাজ মিয়া দুবাই প্রবাসী বেলায়েত ও তার স্ত্রী মুক্তা বেগমকে প্রতারক দাবি করে বলেন, আমি বহুবার সাধারণ মানুষের কাছ থেকে গ্রহণ করা টাকা ফেরত দিতে বললেও তারা ফেরত দিচ্ছে না।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...