ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কাঠালিয়ায় বৃদ্ধ ভিক্ষুককে মারধর ! হাসপাতালে ভর্তি

কাঠালিয়ায় বৃদ্ধ ভিক্ষুককে মারধর ! হাসপাতালে ভর্তি

ফারুক হোসেন খান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি >>

ঝালকাঠির কাঠালিয়ায় অতি দরিদ্র শাহআলম খান (৬৫) নামের এক ভিক্ষুকের ভিক্ষার জমা রাখা চাল ফেরত চাইলে ভিক্ষুককে মারধর করেছে প্রভাবশালী চুন্নু তালুকদার। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিন কৈখালী গ্রামে এ নির্দয় ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মানুষ চুন্নু তালুকদারকে নিন্দা জানিয়েছেন।

আহত ভিক্ষুক শাহআলম খান জানান, শারিরীক অসুস্থতার কারণে আমি এবং আমার স্ত্রী হামিদা বেগম মিলে ভিক্ষা করি দুই জনে মিলে সারা দিনে যা পান তা দিয়ে দুই সন্তানের লেখা-পড়া করান । সেই সাথে সংসার চালিয়ে কিছু চাল ভবিষ্যতের জন্য প্রতিবেশী চুন্নু তালুকদারের নিকট জমা রাখেন। গত ছয় মাসে তার নিকট আনুমানিক ৫মন চাল জমা হয়। ভিক্ষুক শাহআলম খান অসুস্থ হয়ে পড়লে স্ত্রী হামিদার একার ভিক্ষায় সংসার চালাতে কষ্ট হওয়ায় চুন্নু তালুকদারের নিকট জমাকৃত চাল ফেরত চায় ভিক্ষুক পরিবারটি। এক পর্যায় ওই চাল ফেরত দিতে অস্বীকৃতি জানায় সে। চাল চাইতে গেলে তার স্ত্রী হামিদা বেগমকে মারধর করে চুন্নু তালুকদার।

বিষয়টি শাহআলম স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিবরণ সত্য প্রমানিত হওয়ায় চেয়ারম্যান চুন্নু তালুকদারকে জমাকৃত চাল ফেরত দেওয়ার কথা বললেও তা ফেরত দেননি।

পরে বাধ্য হয়ে শাহআলম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশার জন্য ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছগির হোসেনকে দায়িত্ব দেন। এতে ক্ষিপ্ত হয়ে আজ শুক্রবার সকালে বাড়ি থেকে ভিক্ষা করতে বের হয়ে দক্ষিন কৈখালী গ্রামের এন্তাজ খানের বাড়ির সামনে পৌছালে চুন্নু তালুকদার ভিক্ষুককে মারধর করে ্আহত করেন।

এ ব্যাপারে চুন্নু তালুকদারের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...