ব্রেকিং নিউজ
Home - উপকূলের মুখ - উপকূলের প্রতিভাবান প্রবীণ সাংবাদিক ভজহরি কুন্ডু আর নেই

উপকূলের প্রতিভাবান প্রবীণ সাংবাদিক ভজহরি কুন্ডু আর নেই

বিশেষ প্রতিনিধি :

উপকূলের প্রতিভাবান সাংবাদিক ও সমাজ সংগঠক ভজহরি কুন্ডু(৬০) আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছেন। প্রয়াত ভজহরি কুন্ডু উপকূলীয় বরগুনার আমতলী উপজেলা রিপোর্টার্ ইউনিটির সাবেক সভাপতি, দৈনিক সকালের খবর ও দৈনিক সংবাদের আমতলী, তালতলী ও কলাপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অংসথ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি সোমবার রাতে বুকে ব্যাথাজনিত কারনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে আজ বুধবার উন্নত চিকিতসার জন্য ঢাকায় নেয়ার সময় পথে তার মৃত্যু ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মী সাংবাদিকদের মাঝে শোকের ছাাঁয়া নেমে আসে।

উপকূলের প্রতিভাবান সাংবাদিক ও সমাজ সংগঠক ভজহরি কুন্ডু শত কষ্টে সততা ও সুনামের সাথে প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি সকলের কাছে প্রিয় ও গ্রহণযোগ্য মানুষ ছিলেন। উপকূলে সাংবাদিকদের কাছে তার পরিচিতি ছিল ভজ দা নামে।

ভজহরি সাগর উপকূলীয় সাংবাদিকতায় তুলে এনেছেন উপকূলের পরিবেশ,জনমানুষের দিনলিপি আর নানা অব্যবস্থাপনার অসংখ্য প্রতিবেদন।

ভজহরির মুত্যুতে উপকেূলের মফস্বল সাংবাদিকতায় একটি নক্ষত্রের পতন ঘটল।

আজকের মঠবাড়িয়া পরিবার গুণি ও প্রতিভাবান উপকূলীয় সাংবাদিক ভজহরি কুন্ডুর প্রয়াণে গভীর সমবেদনা জানিয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...