ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় এমপির অনুকুলে বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির তদন্ত দাবিতে বিক্ষোভ সমাবেশ

মঠবাড়িয়ায় এমপির অনুকুলে বরাদ্দকৃত প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির তদন্ত দাবিতে বিক্ষোভ সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাািড়য়ায় ২০১২-১৩ ও ২০১৬-২০১৭ অর্থবছরে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ও এলজিইডির প্রকল্প স্থানীয় সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দকৃত অর্থ ও গৃহিত প্রকল্প বাস্তবায়নে দুর্নতির অভিযোগ ও প্রকল্পের বর্তমান অবস্থার সুষ্ঠু তদন্ত দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় জনতা। আজ মঙ্গলবার সকালে মঠবাড়িয়ার সচেতন নাগরিক নামে একটি সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর শহরের শহীদ মিনার চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আ.লীগ সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আ.লীগের সহ সভাপতি মো. আরিফ-উল-হক, আ.লীগ নেতা মো. ফারুক উজ্জামান, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ উদ্দিন পলাশ, সদস্য মো. রিয়াজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস শাহীন, স্চ্ছোসেক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ,পৌর ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমূখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশ জুড়ে ব্যাপক উন্নয় করে আসছে। তারই ধারাবাহিকতায় মঠবাড়িয়া একক সংসদীয় আসনে সরকার স্থানীয় সংসদ সদস্যর অনকুলে শত শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প বরাদ্দ দেয়। কিন্তু এর সুফল মঠবাড়িয়াবাসি এখনও পায়নি। এসব প্রকল্পের টাকা অনেক অসাধু ঠিকাদারদের যোগসাজশে একটি স্বার্থান্বেষী মহল লোপাট করছে। এছাড়া কিছু প্রকল্পের কাজের মান অত্যন্ত নিম্নমানের।

স্থানীয় সতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ এনে সমাবেশে বক্তারা চরখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কটি সম্প্রতি একনেকে অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। এসময় বক্তারা অভিযোগ করেন, ২০১২-২০১৩ থেকে ২০১৬-২০১৭ অর্থ বছরে মঠবাড়িয়ার বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ কোটি টাকার কাজ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগসাজেসে কিছু অসাধু ঠিকাদার লোপাট করছে।

বক্তারা গৃহিত প্রকল্প বরাদ্দ,ব্যায় ও কাজের মানের সুষ্ঠু তদন্ত দাবি জানিয়ে সরকারী অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেষে বিক্ষোভকারী নেতারা স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী বদরুল আলম বলেন, সুনির্দিষ্ট প্রকল্পের অনিয়মের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...