ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - হাফিজ হকের শব্দাবলী

হাফিজ হকের শব্দাবলী

—————————-

কানামাছি ভোঁ — ভোঁ

—————————

আজি জৈষ্ঠ্য মাসে বৃষ্টিঝড়া রোদেলা প্রহরে
সিঁদ কেটেছে মনের ঘরে লুটে নিবে তারে,
ওরে চোখ বেঁধে দে আমায় তোরা
কানামাছি ভোঁ— ভোঁ — ধরি তারে ৷৷

ঢাক বাজে ঐ মনসাতলী দীঘল সূর্যের মাঠে
চল ছুটে যাই রামধনু যে নামছে পশ্চিম পাটে,
ঘোঁর লেগেছে চোখে আমার দূর্বা দলে পা
মনের উপর জাল ফেলেছে এক শ্যামা প্রতিমা ৷৷

মনে হলো হাজার বছর চিনি উহারে
কল্পরাজ্য ছেঁয়ে গেছে আলো- আধাঁরে,
সকল খেলা সাঙ্গ হলে বিষন্ন মোর মন
তাহারে ছাড়িতে পারি ছাড়িয়া ভূবন ৷৷

……………………………………………

বাবা আমার বনস্পতির মত
————————————–

যখন ছোট ছিলাম আমি
ছায়া হয়ে ছিলেন বাবা বনস্পতির মত,
আঙ্গুল ধরে হাটতে যেতাম রাস্তা, মাঠে – ঘাটে
বাবার কোলে, ঘাড়ে , মাথায় চড়ার বায়না কত শত ৷৷

হাটঁতে হাটঁতে কত গল্প! এটা কী?ওটা কী?-প্রশ্নের জবাব
বাবা হাসিমুখে বিস্তাড়িত বলতেন আমায় সব,
না দেখিতাম বিরক্তির ছাঁপ, মুখটা কভু ভার
বুঝিয়ে-শিখিয়ে দিতেন বাবা কষ্ট যতই তাঁর ৷৷

লেখা- পড়া শিখতাম যখন থাকতেন পাশে বসে
আ- কার,এ- কার ঠিক আছে কিনা-দাড়ি লাইনের শেষে,
চড়- থাপ্পড় দেয়নি কভু , ভুল করিনা যত
বাবা, হাতে ধরে দেখিয়ে দিতেন গুরুজনের মত ৷৷

যখন আমি একটু বড় – মহাবিদ্যালয়ে পড়ি
কিনে দিতেন দামি পোষাক , জুতা, চশমা , ঘড়ি ,
কত টাকা লাগবে মাসে? -তোর মায়ের কাছে বল
তুই তো আমার ভবিষ্যতের উজ্জ্বল সম্বল ৷৷

পাঞ্জাবী টা ফিঁকে বাবার – জুতা সেলাই করা
ভাবিসনারে ! লোক- সমাজে পরবে নাকো ধরা ,
শরীরের প্রতি নজড় রেখো- চিন্তা করো নাকো
অশ্রুজলে ছাঁপিয়ে বাবা বলতেন ভাল থেকো ৷৷

আমি এখন বড় হয়েছি , চাকরি করি বড়
খবর রাখেন আজ ও বাবা হয়ে জড়সড় ,
অফিসে কি ব্যস্ত আছো? কথা বলা যাবে ?
বৌ মা , নাতি নিয়ে তোরা বাড়ি আসবি কবে?

আমি এখন বাবা হয়েছি, বুঝি বাবার ব্যথা
থাকি আমরা কত দূরে তুমি থাক একা ,
কত বলি! আমার সাথে থাক , রেখে ভিটে- বাড়ি
ছাড়বে না তাঁর বাবার বাড়ি ধরেছে সেই আড়ি ৷৷

যত দূরেই থাক বাবা , বুকে থাক আমার
ক্ষমা কর আমায় তুমি খোঁজ রাখিনা তোমার ,
দোয়া কর বেশি বাবা, তোমায় ভালবাসি
আজ বাবা দিবসে জানাই তোমায় গভীর শ্রদ্ধাঞ্জলি ৷৷

————————————————-

লেথক > শিক্ষক, মঠবাড়িয়া সরকারী কলেজ ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...