ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় স্মৃতিকথা-১১ এর আয়োজনে কে.এম লতীফ ইনষ্টিটিউশনের এস.এস.সি ২০১১ ব্যাচের ঈদ পূণর্মিলনী

মঠবাড়িয়ায় স্মৃতিকথা-১১ এর আয়োজনে কে.এম লতীফ ইনষ্টিটিউশনের এস.এস.সি ২০১১ ব্যাচের ঈদ পূণর্মিলনী

মেহেদী হাসান >>

পবিত্র ঈদ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় “স্মৃতিকথা১১” এর উদ্যোগে কে,এম লতীফ ইনষ্টিটিউশনের এস,এস,সি ২০১১ ব্যাচের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার স্কুলের আই.সি.টি সেমিনার কক্ষে সকাল১১টা থেকে দুপুর পর্যন্ত প্রথম পর্বের কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমান, সহকারী শিক্ষক নুর হোসেন, ধর্মীয় শিক্ষক মাহবুবুর রহমান, স্কাউট ও শিক্ষক শুকদেব ঢালী, সহকারী শিক্ষিকা নন্দিতা রানীসহ অন্যান্য কর্মচারী বৃন্দ।

শিক্ষকরা তাঁদের বক্তব্যে স্মৃতিচারণ করেন এবং ১১ ব্যাচের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। এ পর্বের শেষের দিকে প্রয়াত ছাত্র ও শিক্ষকদের উদ্যেশ্যে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এরপর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ঘরোয়া পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ২০১১ ব্যাচের শিল্পীরা গান, কৌতুক, নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

শেষে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র নাদিম আহমেদ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...