ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - আমাদের বিদ্যালয়ের একাল

আমাদের বিদ্যালয়ের একাল

খাইরুল ইসলাম বাকু >>

মায়ের কাছে মামা বাড়ির গল্প করার দু:সাহস করব না, আমদের প্রান প্রিয় বিদ্যালয় কে, এম লতিফ ইন্সটিউশনের ইতিহাস, ঐতিহ্য স্কুলের প্রাক্তন বা বর্তমান ছাত্র/ছাত্রী করোই অজানা নয় পরীক্ষার ফলাফল, ক্রীড়া, সাংস্কৃতিক অংগনে স্কুল তার ঐতিহ্যের কতটা ধারন করে আছে তা বিশ্লেষনের মত যথেষ্ট তথ্য আমার নেই, তবে এতিহ্যের ক্ষুদ্র এক স্খলনের সাম্প্রতিক প্রাপ্ত তথ্য আমাকে সত্যিই ব্যথিত করেছে !

আমাদের প্রিয় বিদ্যালয়ের এক সময় বোডিং স্কুল হিসেবে যে পরিচিতি ছিল তা আজ আর নেই, সুখ্যাত “মুসলিম হোস্টেল” ও ” দধিরাম ছাত্রাবাস” আজ নাবি আবাসিক ছাত্র শুন্য ! জানি না ঠিক কোন কারনে বর্তমান প্রশাষন হোস্টেল বন্ধ করে দেবার এমন আত্নঘাতি সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। তবে খুব জানতে ইচ্ছে করে একই উপজেলার তেতুলবাড়িয়া, ক্ষেতাছিড়ার বা অন্য কোন থানা/উপজেলার মেধাবী কোন ছাত্র কি করে দক্ষিণ অঞ্চলের স্বনামধন্য এ প্রতিষ্ঠানের ছাত্রত্ব গ্রহনের সিদ্ধান্ত নিতে পারেন । অবকাঠামোগত সুবিধা থাকার পরও স্কুল কেন নিজেকে কেবল মাত্র মঠবাড়িয়া পৌর শহরের ক্ষুদ্র গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখল, এ সীমাবদ্ধতা সর্বক্ষেত্রে শুন্যতার যে অশনি সংকেত দেয় তা বোধকরি বর্তমান প্রশাসন শিগ্রই অনুধাবন করে যথাযত ব্যাবস্থা নিবেন সেই সাথে স্কুলের সকল প্রাক্তন ছাত্র/ছাত্রী, মঠবাড়িয়ার সকল অনলাইন পত্রিকা, ও অধুনা সৃষ্ট রেনেসাঁসহ সকল সামাজিক সংগঠন মিলে মঠবাড়িয়ার প্রশাসনের দৃস্টিগোচরে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণের আহবান করছি ।

লেখক : মঠবাড়িয়া প্রবাসি, দক্ষিণ সুদানে একটি আন্তর্জাতিক মানবিক সংস্থায় কর্মরত।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...