ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - সৌদিতে আজ শনিবার সন্ধ্যাকাশে চাঁদ দেখা গেলে মঠবাড়িয়ার পাঁচ গ্রামে রবিবার পবিত্র ঈদ পালিত হবে

সৌদিতে আজ শনিবার সন্ধ্যাকাশে চাঁদ দেখা গেলে মঠবাড়িয়ার পাঁচ গ্রামে রবিবার পবিত্র ঈদ পালিত হবে

বিশেষ প্রতিনিধি >>
সৌদি আরবে আজ শনিবার সন্ধ্যাকাশে চাঁদ দেখা গেলে আগামিীকাল রবিবার পিরোজপুরের মঠবাড়িয়ার পাঁচ গ্রামে পবিত্র ঈদ পালিত হবে। ফরিদপুরের সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে প্রতি বছরের মত আগামীকাল রবিবার মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদ তীরের পাঁচ গ্রামে পবিত্র ঈদ উদযাপন করা হবে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, ফরিদপুর ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আগামীকাল রবিবার প্রতিবছরের মত মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া, কচুবাড়িয়া , ঝাটিবুনীয়া,চরকগাছিয়া ও ভাইজোড়া গ্রামের চার শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ ঈদের একদিন আগে ঈদ পালন করে আসছে।

সুরেশ্বর পীরের অনুসারী উপজেলার ভাইজোড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন জানান, এবছরও সৌদি আরবের সাথে মিল রেখে ২৭ মে শনিবার থেকে তারা রোজা পালন করেছেন। সৌদি আরবে আজ শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সে রীতি অনুযায়ী আগামীকাল রবিবার মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের পাঁচ গ্রামের সুরেশ্বর পীরের অনুসারীরা রবিবার ঈদের নামাজ আদায় করবে। সৌদি আরবের সাথে মিল রেখে ভাইজোড়া ও কচুবাড়িয়া গ্রামে ঈদুল ফিতরের দুইটি প্রধান জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। এ আগাম ঈদ পালন পালনকে ঘিরে পাঁচ গ্রামের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

সুরেশ্বর পীর অনুসারী সাবেক সাপলেজা ইউপি চেয়ারম্যান শাসুল আলম খন্দকার জানান, ভাইজোড়া খনন্দকারবাড়ি জামে মসজিদ কচুবাড়িয়া সাবেক ফরহাদ মেম্বর বাড়ি জামে মসজিদের ঈদগাহ মাঠে প্রতিবছরের মত রবিবার সকাল নয়টায় ঈদের প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আরও তিনটি ঈগাহে পৃথক জামাত অনুষ্ঠিত হবে।

ছবি > প্রতীকি

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...