ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - রবিবারের সন্ধ্যাকাশে ঈদের চাঁদের সম্ভাবনা

রবিবারের সন্ধ্যাকাশে ঈদের চাঁদের সম্ভাবনা

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

রবিবাারের সন্ধ্যাকাশে চাঁদ দেখা যেতে পারে বাংলাদেশে । মাধ্যমে আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটি এমন সম্ভাবনার কথা জানিয়েছে । ২৬ জুন সোমবার ঈদ হলে এবার রোজা হবে ২৯টি।

এদিকে আজ শনিবার সৌদি আরবের আকাশে ঈদের চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। এটি হলে রবিবার সৌদিতে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

প্রসঙ্গত, সৌদি আরবে ঈদ উদ্‌যাপনের এক দিন পরই বাংলাদেশে ঈদ হয়। তবে সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের কেউ কেউ ওই দিনই ঈদ উদ্‌যাপন করে।

বাংলাদেশ অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ২৫ জুন রবিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেক্ষে ২৬ জুন সোমবার পবিত্র ঈদুল ফিতর উদ&যাপিত হবে এবং ওই দিন থেকেই ১৪৩৮ হিজরি সনের শাওয়াল মাসের গণনা শুরু হবে।

তবে দেশে ঈদ কবে হবে সে সম্পর্কে নিশ্চিত হতে রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এর পরই আনুষ্ঠানিকভাবে চাঁদ দেখা ও ঈদ উদ্‌যাপনের ঘোষণা দেওয়া হবে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবদুর রহমান অনেকটা নিশ্চিত করে জানান, ২৫ জুন রবিবার দেশের আকাশে চাঁদ দেখা যাবে। ফলে নিশ্চিতভাবে ২৬ জুন সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ&যাপিত হবে। গণমাধ্যমকে তিনি বলেন, আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে নিশ্চিতভাবে চাঁদ দেখা যাবে।

তবে দৈবাৎ কিছু না ঘটলে ২৫ জুন চাঁদ ওঠা ও ২৬ জুন সোমবার ঈদ উদ্‌যাপিত হওয়া শতভাগ নিশ্চিত বলে জানান আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক।

 

সূত্র >> কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...