ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় ক্রেতার সমাগমে ঈদ বাজার জমজমাট

মঠবাড়িয়ায় ক্রেতার সমাগমে ঈদ বাজার জমজমাট

বিশেষ প্রতিনিধি >>

পবিত্র ঈদ সমাগত। মুসলিম সম্প্রদায়ের মানুষের মাঝে আসন্ন ঈদের আনন্দ বইতে শুরু করেছে। এ সপ্তাহের শেষ দিকে পবিত্র ঈদ পালনের প্রস্তুতি হিসেবে চলছে কেনাকাটার ধুম। পিরোজপুরের মঠবাড়িয়া শহরে মানুষের সমাগমে এখন মুখরিত। বিপনী বিতানগুলোতে মানুষের সমাগমে ঈদ বাজার জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত অবধি চলছে কেনাকাটায় দোকানী ও ক্রেতা ব্যস্ত সময় পার করছেন। তবে সকালে নারী ক্রেতারার ভীর কম হলেও বিকেল থেকে রাত অবধি নারী ক্রেতাদের আনাগোনা বাড়ছে। সেই সাথে শহরের বিপনী বিতানগুলোতে নানা বর্ণিল আলোয় ঝলমল শহর। ঈদ বাজারে পোশাকের নতুন বাহারী ডিজাইন ও নানা পণ্যসামগ্রীতে ভরপুর। দোকানীদের বেচা বিক্রি আশানুরুপ হওয়ায় বিক্রেতারা খুশী।
ঈদ বাজার নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসন বিশেষ সতর্কতা অবলম্বন করছে । সার্বক্ষণিক পুলিশী টহল ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা সুপার মার্কেটের জিদান গার্মেন্টস এর মালিক মো. জেহাদ আকন জানান, পোশাকের নতুন বাহরী ডিজাইন বাজারে আসায় বিশেষ করে তরুণ ক্রেতাদের আগ্রহ বেশী। বেচা কেনাও ভাল ।
আজ বুধবার সন্ধ্যায় শহরের বিপনী বিতান ঘুরে ঈদের আমেজে বাজার জমে উঠতে দেখা গেছে। গভীর রাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত মানুষ।
মঠবাড়িয়া কাপুড়িয়া পট্টিতে ঈদের কেনাকাটা করতে আসা গৃহবধূ রেশমা বেগম জানান, এবার ঈদে নানা রকম শাড়ি ও থ্রীপিচ এসেছে। মান ভাল । তবে দাম চড়া। সাধ্যের মধ্যেই কেনাকাটা সারতে হচ্ছে।
মঠবাড়িয়া অঙ্গন শপিং কমপ্লেক্সের মালিক মো. মনির হোসেন জানান, তার দোকানে নিত্য প্রয়োজনী ৫০০ টাকার মালামাল কিনলে একটি লাকি কূপন প্রদান করা হচ্ছে ক্রেতাদের। এতে বেচা কেনা খুব ভাল হচ্ছে। ঈদের দুইদিন পরে এ লাকি কূপনের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এতে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে শান্তিপূর্ণ পরিবেশে মানুষ শেষ মূহুর্তের কেনাকাটা সারছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...