ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বরেণ্য কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

বরেণ্য কবি সুফিয়া কামালের জন্মদিন আজ

সাংস্কৃতিক প্রতিবেদক >>

নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত ‘জননী সাহসিকা’ কবি সুফিয়া কামালের ১০৬তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। সুফয়া কামাল প্রধানতম কবি হলেও সকল গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে তিনি অগ্রগণ্য নারী। আমৃত্যু মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।

বরেণ্য এই কবির জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘কবি সুফিয়া কামাল রচিত সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করে। কবির জীবন ও আদর্শ এবং তাঁর অমর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। ’

১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে সুফিয়া কামালের জন্ম। বাবা সৈয়দ আবদুল বারী পেশায় ছিলেন আইনজীবী। সুফিয়ার সাত বছর বয়সে তাঁর বাবা গৃহত্যাগ করেন। মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহস্পর্শে তিনি বড় হতে থাকেন। ১৯১৮ সালে সুফিয়া কামাল মায়ের সঙ্গে কলকাতায় যান। সেখানে থাকার সময় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরত্চন্দ্র চট্টোপাধ্যায় ও বেগম রোকেয়ার মতো দিকপালদের সান্নিধ্য পান।

১৯৩৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘সাঁঝের মায়া’। কবিতা ছাড়াও লিখেছেন গল্প, স্মৃতিকথা, ছড়া, ভ্রমণসহ নানা কিছু। তাঁর গল্পগ্রন্থ ‘কেয়ার কাঁটা’। ভ্রমণকাহিনী ‘সোভিয়েত দিনগুলি’। স্মৃতিকথা ‘একাত্তরের ডায়েরি’। তিনি ৫০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে বাংলা একাডেমি, একুশে পদক, বেগম রোকেয়া পদক, জাতীয় কবিতা পুরস্কার, স্বাধীনতা দিবস পদক উল্লেখযোগ্য।

সুফিয়া কামাল ১৯৪৭ সালে সপরিবারে ঢাকায় চলে আসেন। ১৯৬৯ সালে ‘মহিলা সংগ্রাম পরিষদ’ (বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ) গঠিত হলে তিনি প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। আজীবন এই প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মারা যান।

তথ্যসূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...