ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - নৌরুটে বিআইডাব্লিউটিসি’র ঈদ স্পেসাল সার্ভিস ২২ জুন থেকে

নৌরুটে বিআইডাব্লিউটিসি’র ঈদ স্পেসাল সার্ভিস ২২ জুন থেকে

আজকের মঠবাড়িয়া অনলাইন ডেস্ক >>

আগামী ২২ জুন বৃহস্পতিবার থেকে ঈদ স্পেসাল সার্ভিস শুরু করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডাব্লিউটিসি)।

রাষ্ট্রীয় এই সংস্থার ৪টি নিয়মিত জাহাজের সাথে আরো ২টি যুক্ত হয়ে মোট ৬টি জাহাজ নিয়ে এবারের ঈদুল ফিতরের ঘরেফেরা মানুষদের পৌঁছে দিবে।

বিশেষ এই নৌ সার্ভিস চলবে ৩ জুলাই পর্যন্ত। তবে যাত্রীর চাপ থাকলে সময় আরো বাড়ানো হবে।

বরিশাল বিআইডাব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ রবিবার বলেন, আগামী ২২ জুন থেকে শুরু হচ্ছে সংস্থার ঈদের বিশেষ স্পেসাল সার্ভিস। ঈদে ঘরে ফেরা মানুষদের যাত্রী সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারে নিয়মিত পিএস মাহসুদ, লেপচা, টার্ন ও মধুমতীর সাথে বিশেষ সার্ভিসে যোগ দিবে এমভি বাঙালি ও অস্ট্রিচ। এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে বলে তিনি জানান।

আবুল কালাম আজাদ আরো বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ ভাগ টিকেট গত ১৫ জুন থেকে অনলাইনে দেওয়া হয়েছে। বরিশাল অঞ্চলের আভ্যন্তরীন নৌ-রুটে বিআইডব্লিউটিসির ৫টি সি-ট্রাক নিয়মিত চলাচল করবে।

এগুলো হলো, বরিশাল-মজু চৌধুরীর হাট রুটে খিজির ৮। ইলিশা-মজু চৌধুরীর হাট সুকান্ত বাবু, খিজির ৫ এবং খিজির ৭। এ ছাড়া মনপুরা থেকে শশিগঞ্জ রুটে শেখ কামাল যাত্রী পরিবহনে নিয়োজিত থাকবে।

সূত্র > কালের কণ্ঠ

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...