ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে – আনোয়ার হোসেন মঞ্জু

দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ঐক্যবদ্ধ থাকতে হবে – আনোয়ার হোসেন মঞ্জু

ভান্ডারিয়া প্রতিনিধি >>
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, আগামী দিনে দেশের শান্তি ও সুখ-সমৃদ্ধির সাথে পরিচালিত হয় তার জন্য সকলের আল্লাহর কাছে দোয়া ও রহমত কামনা করা দরকার। দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন তথা কর্মযজ্ঞের যে ধারা বহমান তা যেন ব্যহত না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ঝগড়া-ফ্যাসাদ করে আল্লাহ তাদের পছন্দ করেন না।
তিনি আজ শনিবার পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় তাঁর বাসভবন ‘তাসমিমা ভিলা’ প্রাঙ্গণে জাতীয় পার্টি-জেপি আয়োজিত এক ইফতার মাহফিলে অভ্যগতদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে আরও বলেন, আমার সকলে মিলে আল্লাহতালার কাছে এ অঞ্চলের মানুষের জন্য শুভকামনা ও রহমত কামনা করছি। পাশাপাশি এই রমজান মাসে সকলে এক সাথে ইফতারে শরিক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সুদীর্ঘ কর্মজীবনের জন্য দোয়া কামনা করছি। সাথে বাংলাদেশের মানুষ যাতে শান্তি-শৃঙ্খলা এবং একতার সাথে জীবন-যাপন করতে পারে তার জন্যও এখানে আমরা দোয়া করছি। অতীতে এই অঞ্চলের মানুষের জীবনে যেমন কোন ঝঞ্ঝা-বিবাদ স্পর্শ করতে পারেনি তেমনি সর্বদা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে।
জাতীয় পার্টি-জেপি’র ভান্ডারিয়া শাখার উদ্যোগে গতকাল শনিবার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। উপজেলা জেপি’র আহ্বায়ক মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে ইফতার মাহফিলে পিরোজপুর জেলা শহর, ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানীসহ স্থানীয় সরকারি কমকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ইমাম, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবীসহ বিভিন্ন মুসল্লি ও রোজাদারগণ শরিক হন। ইফতারে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মামুন চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মদ, জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম ও প্রচার সম্পাদক হুমায়ুন কবির রাজু, জেপি’র ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভান্ডারিয়ার ইউএনও শাহিন আক্তার সুমী, কাউখালীর ইউএনও লাবণী চাকমা, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন মামুন, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারেক, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার, জেপি নেতা ইউসুফ আলী আকন ও মোশাররফ হোসে, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, জেপি নেতা ও জেলা পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদার প্রমুখ। এছাড়া যুব সংহতির উপজেলা আহ্বায়ক মো. শহীদুজ্জামান রাজু মল্লিক, সদস্য সচিব মনির সরদার, ছাত্র সমাজের উপজেলা আহ্বায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, যুগ্ম আহ্বায়ক আফজাল সরদার ও মামুন ফরাজী, সাবেক সভাপতি মোস্তফা সিকদার প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আসলাম হোসাইন বেলালী।
দুপুরে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের লক্ষে প্রাকৃতিক দুর্যোগ উপ-খাত হতে প্রাপ্ত অর্থের চেক বিতরণ করেন। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাবৃন্দ। এছাড়া দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে এ ইউনিয়নের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে মন্ত্রীর উপস্থিতিতে এ সময় কাপড় বিতরণ করা হয়। দুপুরে ভান্ডারিয়া পৌর এলাকার সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে মন্ত্রীর উপস্থিতিতে পূর্ব ভান্ডারিয়া সড়ক ও জনপথ বিভাগের পরিদর্শন বাংলোর সামনে কাপড় বিতরণ করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...