ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - বেহাল সড়কে মঠবাড়িয়া পৌরবাসি নাকাল

বেহাল সড়কে মঠবাড়িয়া পৌরবাসি নাকাল

মঠবাড়িয়া প্রতিনিধি >>
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রধান সড়কসহ সারা শহর জুড়ে রাস্তাঘাট বেহাল অবস্থা বিরাজ করছে। এতে শহরে চলাচলে জনদুর্ভোগ চরমে উঠেছে। শহরের প্রধান সড়কসহ সকল পাড়া মহল্লার রাস্তাঘাট খানাখন্দের সৃষ্টি হওয়ায় মানুষের পায়ে চলাও কষ্টকর। দীর্ঘদিন ধরে পৌর শহরের রাস্তাঘাট সংস্কার না করার ফলে সড়কগুলো হতশ্রী দশা। অপরদিকে শহরে নিয়ন্ত্রণহীণ ভাবে ভারী যানবাহন চলাচলের ফলে রাস্তাঘাট আরও বিপর্যস্ত অবস্থা বিরাজ করছে। শহরের বেশীরভাগ রাস্তাঘাটের পিচ পাথর উঠে যাওয়ার পর গত পাঁচ বছরেও শহরের বেহাল সড়ক গুলো সংস্কারে পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ গ্রহণ করেনি। এমনিতেই শহরের দুই পাশে অপরকিল্পিত দোকানপাট গড়ে তোলা আর অন্যদিকে অপ্রশস্ত সড়কের কারনে শহরে যানজট নিত্য লেগে থাকে। আবার বর্ষা মৌসুমে বেহাল সড়কে জলকাদায় পরিপূর্ণ হয়ে পড়ে । এছাড়া শুষ্ক মৌসুমে বেহাল সড়কের ধূলাবালিতে পৌরবাসী অসহনীয় দুর্ভোগের শিকার হন।
জানাগেছে, ১৯৯৩ সালে মঠবাড়িয়া পৌর সভা তৃতীয় শ্রেণীর পৌরসভা হিসেবে উন্নীতয়। পরে ২০০০ সালে দ্বিতীয় শ্রেণী ও ২০১০ সালে এটি প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়। প্রায় ১লক্ষ জনসংখ্যার এ শহরে অপরকিল্পিত নানা স্থাপনা গড়ে উঠেলেও শহরের সড়ক গুলো যেমন অপ্রশস্ত তেমনি এসব সড়ক বেহাল অবস্থা বিরাজ করছে। শহরের হাইস্কুল থেকে থানাপাড়া হয়ে পাথরঘাটা বাসস্টান্ড পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা হাজারো গর্তে ভরা, , পৌরসভা থেকে পিরোজপুর বাসস্টান্ড হয়ে কুয়েত প্রবাসী হাসপাতাল সড়কের অবস্থাও বেহাল, পৌর শহরের দক্ষিন বন্দর ওয়াপদা সড়কের অবস্থাও নাজুক, এছাড়া মিরুখালী সড়কের শ্মশানঘাট এলাকা হয়ে আন্ধারমানিক পর্যন্ত পৌর শহরের সীমানার এক কিলোমিটার সড়কে পিচ পাথর নেই । এ সড়কটি এখন ধূলি সড়কে পরিনত হযেছে। শহরের সবুজ নগর মহল্লায় পৌর সভার সীমানা সম্প্রসারিত হলেও এ মহল্লার অলিগলিতে কোন পাকা সড়ক নেই। ফলে এসব এলাকার বাসিন্দারা বর্ষায় কাদাজলে ও শুষ্ক মৌসুমে খনাখন্দ ভরা সড়কের ধূলাবালিতে চলাচলে চরম দুর্ভোগ পোহায়। পৌর শহরের রাস্তাঘাট অলিগলি মিলিয়ে অন্তত ৬/৭ কিলোমিটার রাস্তা বেহাল যা সংস্কারে পৌর কর্তৃপক্ষ একেবারেই উদাসীন।
এ বিষয়ে শহরের ৮ নম্বর ওয়ার্ড সবুজ নগর এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়া বলেন, পৌরসভায় অন্তর্ভূক্ত হয়ে আমাদের কোন লাভ হয়নি। প্রথম শ্রেনীর পৌরসভার রাস্তাঘাট এত বেহাল যে মানুষের চলাচলে এখন চরম কষ্ট পেতে হচ্ছে। প্রথম শ্রেনীর পৌরসভা কেবল নামে । এখানে তৃতীয় শ্রেণীরও সুবিধা নেই। একটু বৃষ্টিতেই শহরের সড়ক কাদাজলে পরিপূর্ণ হয়। ছাত্র-ছাত্রীরা চলাচলে চরম দুর্ভোগ পোহায়।
এ বিষয়ে মঠবাড়িযা পৌরসভার প্রধান প্রকৌশলী মো. আবদুস সালেক পৌর সভার সড়কের বেহাল দশার কথা স্বীকার করে বলেন, মঠবাড়িয়া মিরুখালি সড়ক (পৌর সভার অংশ)টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে । বাকি সড়কের সংস্কার ও নতুন সড়কের কাজ আর্থিক সংকট থাকায় কিছুটা বিলম্বিত হচ্ছে ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...